ETV Bharat / state

Asansol District Hospital: শিশুমৃত্যুকে ঘিরে তুমুল উত্তেজনা, ভাঙচুর আসানসোল জেলা হাসপাতালে

author img

By

Published : Jul 10, 2022, 4:18 PM IST

Updated : Jul 10, 2022, 5:08 PM IST

Child Death news
শিশুমৃত্যুকে ঘিরে তুমুল উত্তেজনা

শিশু মৃত্যুকে কেন্দ্র উত্তেজনা ছড়াল আসানসোল জেলা হাসপাতালে । ইমারজেন্সি বিভাগে ভাঙচুর চালালো পরিবারের লোকজন (People vandalized Asansol District Hospital) ৷

আসানসোল, 10 জুলাই: শিশু মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল আসানসোল জেলা হাসপাতালে (People vandalized Asansol District Hospital)। শিশুর পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ভাঙচুর চালায় আসানসোল জেলা হাসপাতালের ইমারজেন্সি বিভাগে । এই ঘটনায় দীর্ঘক্ষণ ধরে হাসপাতালের ইমারজেন্সি বিভাগের চিকিৎসা বন্ধ ছিল । ফলে সমস্যায় পড়েন অন্যান্য রোগীরাও । আসানসোল দক্ষিণ থানার পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, রবিবার সকালে আসানসোলের বুধা এলাকার বাসিন্দা মহম্মদ সনু তাঁর দুই বছরের পুত্র সন্তানকে নিয়ে আসানসোল জেলা হাসপাতালে এসেছিলেন । শিশুর পরিবারের সদস্যদের দাবি, শিশুটির সামান্য জ্বর ছিল । আসানসোল জেলা হাসপাতালের ইমারজেন্সিতে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ওই শিশুটির চিকিৎসা করে তাকে একটি ওষুধ দিয়ে ছেড়ে দেন । বাড়ি নিয়ে গিয়ে শিশুটিকে ওষুধটি খাওয়ানোর পরেই শিশুটি নিস্তেজ হয়ে পড়ে বলে শিশুর পরিবারের সদস্যরা জানিয়েছেন । ফের শিশুটিকে নিয়ে আসানসোল জেলা হাসপাতালে আসলে চিকিৎসকরা পরীক্ষা করে জানান তার মৃত্যু হয়েছে ।

শিশুমৃত্যুকে ঘিরে তুমুল উত্তেজনা

আরও পড়ুন: শিশু মৃত্যু ঘিরে উত্তেজনা ভাঙড়ে, বাসন্তী হাইওয়ে অবরোধ এলাকাবাসীর

এই খবর ছড়িয়ে পড়তেই বুধা এলাকা থেকে শয়ে-শয়ে মানুষ এসে ভিড় জমান আসানসোল জেলা হাসপাতালে । দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ, ইমারজেন্সিতে ভাঙচুর চালানো হয় । হাসপাতালের সমস্ত নথিপত্র, খাতা তছনছ করে দেওয়া হয় । আসবাবপত্র থেকে শুরু করে কেবিনের কাঁচ ভেঙে ফেলা হয় । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

Last Updated :Jul 10, 2022, 5:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.