ETV Bharat / state

Child death : শিশু মৃত্যু ঘিরে উত্তেজনা ভাঙড়ে, বাসন্তী হাইওয়ে অবরোধ এলাকাবাসীর

author img

By

Published : Jun 24, 2022, 8:06 AM IST

Updated : Jun 24, 2022, 1:17 PM IST

চিকিৎসার গাফলতিতে শিশুমৃত্যু ঘিরে উত্তেজনা ৷ হাসপাতালের গেটে তালা ঝুলিয়ে বাসন্তী হাইওয়ে অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ এলাকাবাসীর (Agitation breaks out at Basanti Highway) ৷ বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী ৷

শিশু মৃত্যু ঘিরে উত্তেজনা ভাঙরে
Basanti Highway Strike

ভাঙড়, 24 জুন : দেড়মাসের শিশুমৃত্যু ঘিরে উত্তেজনা ছাড়াল ভাঙড়ের নলমুড়ি হাসপাতালে ৷ হাসপাতালের গেটে তালা ঝুলিয়ে বাসন্তী হাইওয়ে অবরোধ করে দফায়-দফায় বিক্ষোভ এলাকাবাসীর ৷ অভিযোগ, চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে শিশুটির ৷ মৃত শিশুর নাম আমিনুর ঢালি (Child death due to medical negligence in Bhangar)৷

জ্বর ও শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে বৃহস্পতিবার শিশুটিকে নলমুড়ি ব্লক হাসপাতালে ভর্তি করা হয় ৷ পরিবারের অভিযোগ, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে দীর্ঘ সময় চিকিৎসা বা কোনওরকম শারীরিক পরীক্ষা না-করে ফেলে রেখে দেন ৷ বেশ কিছুক্ষণ পর ওষুধ লিখে তা পরিবারকে কিনে আনতে বলেন ৷ চিকিৎসকের কথা মতো সেই ওষুধ এনে খাওয়ালেও শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে ৷ এরপরই ওই চিকিৎসক আমিনুরকে কলকাতায় রেফার করেন ৷ তবে সেখানে নিয়ে যাওয়ার আগেই মাঝ রাস্তাতেই মৃত্যু হয় শিশুটির ৷

শিশু মৃত্যুর ঘটনায় হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ একাবাসীর

আরও পড়ুন : গরম জলের পাত্রে পড়ে জখম শিশুর মৃত্যু, মেচেদায় মিষ্টির দোকানে ভাঙচুর

এরপরেই বিক্ষোভে ফেটে পড়েন নলমুড়ি গ্রামের বাসিন্দা ও শিশুটির বাড়ির লোকজন ৷ ব্লক হাসপাতালে চিকিৎসার গাফিলতির অভিযোগে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা । এমনকী ক্ষুব্ধ গ্রামবাসীরা অভিযুক্ত চিকিৎসককে তাঁদের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়ে হাসপাতালের গেটে তালা লাগিয়ে দেন । মৃত শিশুর দাদু আলামিন ঘরামি বলেন, "আমার নাতির জ্বর ও শ্বাসকষ্ট জনিত সমস্যা হচ্ছিল। নলমুড়ি হাসপাতালে নিয়ে আসার পর দীর্ঘ সময় চিকিৎসক তাকে না দেখে অন্য ঘরে বসেছিলেন। সময়মতো চিকিৎসা করা হলে আমার নাতি বেঁচে যেত।" ব্লক স্বাস্থ্য আধিকারিক মিলন মহান অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন ৷

Last Updated : Jun 24, 2022, 1:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.