ETV Bharat / state

Nutrition: শিশুদের পুষ্টি জোগানোর ক্ষেত্রে রাজ্যে প্রথম পশ্চিম বর্ধমান জেলা

author img

By

Published : Sep 1, 2022, 10:26 PM IST

Nutrition
শিশুদের পুষ্টি জোগানোর ক্ষেত্রে রাজ্যে প্রথম পশ্চিম বর্ধমান জেলা

দেশজুড়ে স্বাস্থ্য ও পুষ্টি সপ্তাহের সমীক্ষায় (Child Nutrition) রাজ্যের প্রথম স্থানে পশ্চিম বর্ধমান জেলা। অপুষ্টিতে মৃত্যুর হার নেই বললেই চলে দাবি জেলা পুষ্টি ও স্বাস্থ্য দফতরের (Nutrition and Health Department)।

দুর্গাপুর, 1 সেপ্টেম্বর: এখনও সময়ের আগেই ভূমিষ্ঠ হওয়ার শিশুর (প্রিম্যাচিউর) মৃত্যুর কারণ জানতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে রাজ্য স্বাস্থ্য দফতর। রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির দ্বারা শিশুদের দেওয়া হচ্ছে পুষ্টিকর সুষম খাবার। জেলায় জেলায় চলছে অঙ্গনওয়াড়ি শিশুদের আধার সংযুক্তিকরণের কাজ। অপুষ্টিতে মৃত্যুর হার নেই বললেই চলে দাবি জেলা পুষ্টি ও স্বাস্থ্য দফতরের। সমীক্ষায় জানা গিয়েছে দেশজুড়ে স্বাস্থ্য ও পুষ্টি সপ্তাহের সমীক্ষায় রাজ্যের প্রথম স্থানে পশ্চিম বর্ধমান জেলা (Paschim Bardhaman Dist First in State to Provide Child Nutrition) ৷

পশ্চিম বর্ধমান জেলার অঙ্গনওয়াড়ি প্রকল্পের আধিকারিক পূর্ণেন্দু কুমার পৌরাণিক দাবি করেন, সম্প্রীতি দেশজুড়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সমীক্ষায় শূন্য থেকে ছয় বছরের শিশুদের ওজনের নিরিখে দ্বিতীয় স্থান এবং বাড়িতে বাড়িতে অঙ্গনওয়াড়ি শিশুদের আধার সংযুক্তিকরণে প্রথম স্থানে এই জেলা। জেলায় এখনও পর্যন্ত অপুষ্টিতে রয়েছে 122টি শিশু। পশ্চিম বর্ধমান জেলায় রয়েছে 2 হাজার 845টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র ৷ তাতে পড়ুয়াদের সংখ্যা 1 লক্ষ 95 হাজার 142 জন।

পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman Dist) আয়তন ছোট হলেও বাড়ছে সচেতন মানুষের সংখ্যা। বেশ কিছু উন্নত জেলা রয়েছে সেখানে এখনও বাল্যবিবাহ হচ্ছে। কিন্তু এই জেলায় বাল্যবিবাহের সংখ্যা নেই বললেই চলে। তিনি আরও দাবি করেন, এখন আর বাড়িতে নয় হাসপাতালেই হচ্ছে প্রসব। বিশেষ করে গ্রামগুলিতে সচেতনামূলক প্রচার এবং পথনাটক করা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে। গর্ভবতী মহিলাদের বিভিন্ন পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

শিশুদের পুষ্টি জোগানোর ক্ষেত্রে রাজ্যে প্রথম পশ্চিম বর্ধমান জেলা

আরও পড়ুন: মুসলিম পরিবারে সিদ্ধিদাতার আরাধনা ! সম্প্রীতির সাক্ষী দুর্গাপুর

বৃহস্পতিবার সকালে দুর্গাপুর নগর নিগমের (Durgapur Municipal Corporation) ফরিদপুর সংলগ্ন এলাকায় স্বাস্থ্য ও পুষ্টি সপ্তাহ পালন করা হয় এলাকার মায়েদের এবং শিশুদের নিয়ে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলার অঙ্গনওয়াড়ি প্রকল্পের আধিকারিক পূর্ণেন্দু কুমার প্রামাণিক, দুর্গাপুরের অঙ্গনওয়াড়ি আধিকারিক সায়ন বেড়া, দু'নম্বর বরো চেয়ারম্যান রমা প্রসাদ হালদার-সহ অঙ্গনওয়াড়ি কর্মীরা। এলাকার মায়েরা বলছেন, আগের থেকে অনেকটাই উন্নত হয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি। দেওয়া হচ্ছে পুষ্টিকর খাবার। সচেতনতা ক্যাম্পের মাধ্যমে তাঁরাও হচ্ছেন সচেতন। রাজ্য স্বাস্থ্য ও পুষ্টি দফতরের তৎপরতায় খুশি সকলেই।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.