ETV Bharat / state

নর্দমা পরিষ্কারের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

author img

By

Published : Jun 21, 2020, 8:04 PM IST

43 নম্বর ওয়ার্ডের রায়ডাঙাতে নর্দমার জমা জল পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের ৷ স্থানীয় সূত্রে খবর, মৃত ওই যুবকের নাম সাহিল সাজি ৷ অন্ডাল থানার মদনপুরে তাঁর বাড়ি ৷

One youth died in Electric shock
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক যুবকের

দুর্গাপুর, 21 জুন : বর্ষার সময় দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে জমা জল পরিষ্কার করা হয় । সেই মতই 43 নম্বর ওয়ার্ডের রায়ডাঙাতে পকলেন দিয়ে নর্দমা পরিষ্কার করার সময় বিদ্যুতের খুঁটি পড়ে যায় ৷ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক যুবকের ।

রবিবার ছুটির দিন ৷ তাই আজ জরুরিকালীন ভিত্তিতে দুর্গাপুর নগর নিগমের 43 নম্বর ওয়ার্ডের রায়ডাঙাতে নর্দমা পরিষ্কারের কাজ চলছিল । সেই সময় নগর নিগমের কোনও সুপারভাইজ়ার ঘটনাস্থলে ছিলেন না । আসানসোল ও অন্ডালের বাসিন্দা দুজন পকলেন অপারেট করতে গিয়ে একটি বিদ্যুতের দুর্বল খুঁটি হুড়মুড় করে ভেঙে পড়ে । পকলেনের এক কর্মী সাহিল সাজি (18) নর্দমার পাশে বসেছিলেন । বিদ্যুতের তার তাঁর শরীরে জড়িয়ে যাওয়াতেই ঘটনাস্থানেই তাঁর মৃত্যু হয় । স্থানীয় সূত্রে খবর, অন্ডাল থানার মদনপুরে সাহিল সাজির বাড়ি ৷ পকলেন চালক ঘটনাস্থান থেকে পালিয়ে যান ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নগর নিগমের কোনও সুপারভাইজ়ার কি এখানে দাঁড়িয়ে কাজ করাতে পারতেন না ?

নর্দমা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

ঘটনাস্থানে দ্রুত পৌঁছান 43 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চন্দ্রশেখর ব্যানার্জি । তিনি জানান, "স্থানীয় দুজন অভিযোগ জানিয়েছিল দুর্গাপুর নগর নিগমের কাছে । নর্দমার জমা জল সরাতে আজ রবিবার ছুটির দিনেও কাজ হচ্ছিল । সুপারভাইজ়াররা সব দুর্গাপুর স্টেশন বাজারে ব্যস্ত ছিল । যারা এখানে অভিযোগকারী তাদের উচিত ছিল দাঁড়িয়ে থেকে কাজ করানো । কারণ এরা বহিরাগত কর্মী বিদ্যুতের খুটি যে দুর্বল ছিল তারা জানত না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.