ETV Bharat / state

Anubrata Mondal: মারা গিয়েছেন দুর্ঘটনায়, অনুব্রত মণ্ডলের চার্জশিটে সাক্ষী হিসেবে সেই মাধবের নাম

author img

By

Published : Oct 11, 2022, 10:30 PM IST

Name of dead person as witness in charge sheet of Anubrata Mondal in cattle smuggling case
Name of dead person as witness in charge sheet of Anubrata Mondal in cattle smuggling case

গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) আসানসোল সিবিআই আদালতে (Asansol CBI Court ) চতুর্থ চার্জশিট জমা করেছে সিবিআই । এই চার্জশিটে অনুব্রত মণ্ডল-সহ (Anubrata Mondal) নাম রয়েছে 95 জনের ৷ আর তাতে সাক্ষী হিসেবে নাম রয়েছে মৃত ব্যক্তির ৷ তিনি হলেন সায়গল হোসেন 'ঘনিষ্ঠ' মাধব কৈর্তব্য ৷

আসানসোল, 11 অক্টোবর: গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) সামনে এল চাঞ্চল্যকর তথ্য ৷ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) নামে আসানসোল সিবিআই আদালতে (Asansol CBI Court ) জমা করা চার্জশিটে মিলেছে মৃত ব্যক্তির নাম । জানা গিয়েছে, ওই চার্জশিটে সাক্ষী হিসেবে নাম রয়েছে সায়গল হোসেনের 'ঘনিষ্ঠ' মাধব কৈর্তব্য'র (Name of dead person as witness in charge sheet) ।

এ নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ৷ অনুব্রত মণ্ডলের নামে যে চার্জশিট আদালতে জমা করেছে সিবিআই, তাতে সাক্ষী হিসেবে মোট 95 জনের নাম রয়েছে । ওই তালিকায় 58 নম্বরে রয়েছে মাধব কৈর্তব্যের নাম । প্রসঙ্গত, গত এপ্রিল মাসে গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছেন মাধব কৈর্তব্য । যদিও সিবিআইয়ের দাবি, সংশ্লিষ্ট ব্যক্তি জীবিত অবস্থায় সিবিআইকে গুরুত্বপূর্ণ তথ্য ও নথি সরবরাহ করেছিলেন । যা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তদন্তে অত্যন্ত প্রাসঙ্গিক ।

মাধব কৈর্তব্যের বাড়ি বীরভূমের বোলপুরে । জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের (Saigal Hossain) 'ঘনিষ্ঠ বন্ধু' ছিলেন এই মাধব । গত এপ্রিল মাসে সায়গলের পরিবারের সঙ্গে দুর্গাপুর থেকে বোলপুরে ফিরছিলেন মাধব কৈর্তব্য । ফেরার পথে তাঁদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে । মাধব-সহ মৃত্যু হয় সায়গলের ছোট মেয়ের । সেই ঘটনার প্রায় সাতমাস পর গরুপাচার মামলায় চতুর্থ চার্জশিট দাখিল করেছে সিবিআই (Charge sheet against Anubrata Mondal) । তাতে সাক্ষী হিসেবে নাম রয়েছে মাধবের ।

আরও পড়ুন: গরু পাচার মামলায় অনুব্রতর নামে চতুর্থ চার্জশিট পেশ সিবিআইয়ের

যদিও চার্জশিটে কিন্তু উল্লেখ রয়েছে, তাঁর বয়ান রেকর্ড করা হয়নি । তা সত্বেও কী করে তাঁকে এই মামলায় সাক্ষী করা হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে । তবে জানা গিয়েছে, যে কারও কাছ থেকেই তথ্য সংগ্রহ করতে পারে সিবিআই । তাঁকে সাক্ষীও করা যায় । কিন্তু চার্জশিট পেশ করার আগে সেই ব্যক্তির মৃত্যু হলে তাঁর নাম সাক্ষীতালিকা থেকে বাদ দেওয়াই আইনসম্মত বলে জানাচ্ছেন আইনজীবীরা । সিবিআই সূত্রে খবর, দুর্ঘটনায় মৃত মাধব কর্তব্যের স্ত্রী'কেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে । তাঁর স্ত্রী'র নামও সাক্ষী হিসেবে রয়েছে চার্জশিটে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.