ETV Bharat / state

Recruitment Scam: টাকার বিনিময়ে চাকরির অভিযোগ, আইএনটিইউসি নেতাকে গাছে বাঁধল এলাকাবাসীরা

author img

By

Published : Mar 22, 2023, 6:50 PM IST

INTUC Leader
আইএনটিইউসি নেতা

চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ ৷ আইএনটিইউসি নেতাকে (INTUC Leader) গাছে বেঁধে রাখার ভিডিয়ো ভাইরাল ৷ পরে তাঁকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে ৷

দুর্গাপুর, 22 মার্চ: রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর অ্যালয় স্টিল প্ল্যান্টে (এএসপি) টাকার বিনিময়ে ঠিকাকর্মীর চাকরি দেওয়ার অভিযোগে একজন আইএনটিইউসি নেতাকে গাছের সঙ্গে বেঁধে রাখল এলাকাবাসীরা (Local people tie up INTUC Leader with tree) ৷ মঙ্গলবার দুপুরে দুর্গাপুর থানার ফরিদপুর এলাকার এমনই এক ভিডিয়ো ভাইরাল হয়েছে । তবে ভিডিয়োর সত্য়তা যাচাই করেনি ইটিভি ভারত ৷ আর এই ঘটনাকে কেন্দ্র করেই ওই এলাকায় চাঞ্চল্য ছড়ায় ।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এএসপিতে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে আইএনটিইউসি নেতা কর্মীরা অস্থায়ী কর্মী নিয়োগ করছে । সেই মতো এলাকার বাসিন্দারা বিষয়টির ওপর নজরদারি শুরু করে । মেইনগেট এলাকার এক যুবক চাকরির জন্য অভিযুক্ত আইএনটিইউসি নেতা শান্তনু মুখোপাধ্যায়কে 2 লক্ষ 60 হাজার টাকা দেয় বলে অভিযোগ । সেই মত চাকরিপ্রার্থী আকাশ পাণ্ডে অস্থায়ী চাকরি পেয়েছে বলে মঙ্গলবার কাজে যোগ দিতে এএসপিতে আসেন । তখনই এলাকার বাসিন্দারা তাঁকে ধরে তাঁর গেটপাস ছিনিয়ে নেয় বলেও অভিযোগ (Job Recruitment Scam) ।

আকাশ পাণ্ডে আইএনটিইউসি নেতা এবং এএসপি কারখানার ঠিকাকর্মী সুশান্ত মুখোপাধ্যায়কে টাকা দেওয়ার কথা স্বীকার করে নেন । এরপরেই এলাকাবাসী সুশান্তকে ফরিদপুরে ধরে এনে ছাতিমতলায় একটি গাছে বেঁধে রাখে । অভিযুক্ত শান্তনু মুখোপাধ্যায়কেও ভিডিয়োতে টাকা নেওয়ার কথা স্বীকার করতে শোনা যাচ্ছে । শান্তনু বলেন, "পার্টি ফান্ডের জন্য টাকা নেওয়া হয়েছে । এই টাকা আইএনটিইউসির বিভিন্ন কর্মকাণ্ডে খরচ করা হত । আমরা আইএনটিইউসি নেতা বিকাশ ঘটকের অনুগামী । তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি'র তহবিলেও এই টাকা যায় ।"

ঘটনাস্থলে ফরিদপুর ফাঁড়ির পুলিশ এসে অভিযুক্ত আইএনটিইউসি নেতা সুশান্ত মুখোপাধ্যায়কে আটক করে নিয়ে যায় । দুর্গাপুরের বেশ কিছু কারখানায় মোটা টাকার বিনিময়ে ঠিকা শ্রমিক নিয়োগ হচ্ছে ৷ এমন অভিযোগ বহুদিন ধরে উঠছে । আর এই ঘটনা যেন সেই অভিযোগকে সিলমোহর দিল । এই ভিডিয়ো ভাইরাল হতেই দুর্গাপুরের শ্রমিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে । নিন্দায় সরব হয়েছে শ্রমিক মহল থেকে বামপন্থী শ্রমিক সংগঠনগুলি । বিরোধী শ্রমিক সংগঠনগুলির নেতারা একযোগে দাবি তুলেছেন ঘটনার নিরপেক্ষ তদন্তের । দুর্গাপুরের প্রায় সমস্ত সরকারি ও বেসরকারি কারখানাগুলিতে এই একই ছবি উঠে আসবে ৷ এমনটা অভিযোগ তুলছেন বামপন্থী শ্রমিক সংগঠনের নেতারা । চাকরিপ্রার্থী আকাশ পাণ্ডের দাদা আশিস অভিযুক্তকে ভাইয়ের চাকরির জন্য টাকা দেওয়ার কথা স্বীকার করে নেন ।

আরও পড়ুন: 'গো ব্যাক' স্লোগানে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে না-পেরে ফিরলেন উপাচার্য

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.