ETV Bharat / state

Landslide at Kulti Coal Mine: কুলটিতে বন্ধ খোলামুখ খনিতে ধস, কয়েকজনের চাপা পড়ার আশঙ্কা

author img

By

Published : Jan 8, 2023, 4:31 PM IST

Coal Mine
কয়লা খনিতে ধস

বিসিসিএলের দামাগড়িয়া খোলামুখ খনিতে ধসের ঘটনা ঘটেছে (Landslide at Kulti Coal Mine) ৷ বেশ কয়েকজনের চাপা পড়ার আশঙ্কা করছে এলাকাবাসীরা ৷ ঘটনাস্থলে পরিদর্শনে বিসিসিএলের আধিকারিক ৷

কুলটিতে বন্ধ খোলামুখ খনিতে ধস

আসানসোল, 8 জানুয়ারি: রাষ্ট্রায়ত্ত খনি সংস্থা বিসিসিএলের দামাগড়িয়া খোলামুখ খনিতে ধস ৷ ঘটনার খবরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায় । দীর্ঘদিন ধরে ওই খনিটি বন্ধ রয়েছে বলে জানা গিয়েছে । স্থানীয়দের অভিযোগ, বন্ধ হয়ে থাকা খনিতে বেআইনি খননের জন্যই ধসের ঘটনা ঘটেছে । কয়লা তুলতে গিয়ে কয়েকজন চাপাও পড়েছে বলে স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন ।

যদিও পুলিশ ও বিসিসিএল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কিছু জানাতে চায়নি । একদিকে যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) বেআইনি কয়লা পাচার নিয়ে সচেষ্ট, তখন অভিযোগ উঠছে খোদ রাষ্ট্রায়ত্ত সংস্থার বন্ধ খোলামুখ খনি থেকে সুরঙ্গ কেটে দেদার কয়লা পাচার (Coal Smuggling) চলছে । তেমনই ছবি সামনে এল বিসিসিএলের বন্ধ দামাগড়িয়া খোলামুখ খনিতে ।

Kulti Coal Mine
খনি থেকে সুরঙ্গ কেটে দেদার কয়লা পাচারের অভিযোগ

কুলটি থানার অন্তর্গত বিসিসিএলের এই দামাগড়িয়া খনিতে রবিবার সকালে ধসের ঘটনা ঘটে (Landslide in BCCL Coal Mine) । এলাকায় রটে যায় বন্ধ দামাগড়িয়া খনিতে ধস নেমেছে ৷ সেখানে সুরঙ্গ পথে চাপা পড়েছে বেশ কয়েকজনের খবর পাওয়া যায় । এরপরেই এলাকায় গিয়ে দেখা গিয়েছে তখনও বস্তায় কয়লা ভরে পাচার চলছে । স্থানীয় বাসিন্দারা জানান, বন্ধ খনির দেওয়ালে সুরঙ্গ করে গরিব মানুষরা সেখান থেকে কয়লা তুলে বিক্রি করে । রবিবার সকালে সেরকমই সুরঙ্গের মুখ ধসের ফলে বন্ধ হয়ে যায় । এলাকায় খবর ছড়িয়ে যায় ওই সুরঙ্গ মুখের ভিতর বেশ কয়েকজন ছিল । যদিও এই খবর নিশ্চিত নয় (Asansol Coal Mine) ।

Asansol Coal Mine
বন্ধ খোলামুখ খনিতে কয়লা পাচারের অভিযোগ

ঘটনার খবর পেয়ে যান বিসিসিএলের আধিকারিক দেবাশিস ঘোষ । তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন । যদি বিসিসিএল আধিকারিক নিজে কিছু জানাতে চাননি । অন্যদিকে, বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরাও ঘটনাস্থলে পৌঁছন এবং তারা দেবাশিস ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন । স্থানীয় বিজেপি নেতা অমিত ঘোষ বলেন, গরিব মানুষরা এখান থেকে কয়লা তুলছে আর ফায়দা নিচ্ছে নেতা থেকে পুলিশ । কয়লা এখান থেকে তুললেও রাস্তা দিয়েই তো পাচার হচ্ছে । পুলিশ সব জেনেও চুপ কেন রয়েছে? আর যেহেতু এটি বিসিসিএলের বন্ধ খনি, তাই বিসিসিএলের কোনও নজরদারি নেই । শুনলাম বেশ কয়েকজন চাপা পড়েছে । তাদের দেহ উদ্ধার করার জন্য বিসিসিএলের কোনও উদ্যোগ চোখে পড়ছে না ।"

আরও পড়ুন: মাঝ খনিতে ডুলির যন্ত্রাংশ বিকল, দু’ঘণ্টা পর উদ্ধার 14 শ্রমিক

এর আগে বন্ধ খোলামুখ খনিতে ধসে চাপা পড়ে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে । সেই আশঙ্কা থেকেই আতঙ্কিত এলাকাবাসীরা । যদিও এখনও পর্যন্ত কোনও পরিবার দাবি করেনি যে তাদের বাড়ির লোক ধসে আটকে রয়েছে । তাই ধসে যাওয়া সুরঙ্গের মাঝে কেউ আছে কি না, তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে (Kulti Coal Mine) ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.