ETV Bharat / state

জামুড়িয়ার তপসি সেতুতে যানজট, দুর্ভোগে যাত্রীরা

author img

By

Published : Jun 26, 2020, 5:08 PM IST

জামুড়িয়ায় ভগ্নপ্রায় তপসি সেতুতে যানজট । চরম দুর্ভোগে সাধারণ মানুষ ।

Heavy traffic on the Tapasi bridge in Jamuria
জানযট জামুড়িয়ার তপসি সেতুতে

জামুড়িয়া, 26 জুন : জরাজীর্ণ জামুড়িয়ার তপসি সেতু । প্রতিদিন সকাল থেকেই যানজট হয় । যানজট মুক্ত করতে হিমশিম ট্র্যাফিক পুলিশ । ভোগান্তিতে সাধারণ মানুষ ।

স্থানীয় বাসিন্দা রমেশচন্দ্র সেন বলেন, "জামুড়িয়ার ৬০ নম্বর জাতীয় সড়কের তপসি জরাজীর্ণ সেতুর জেরে প্রত্যেক দিনে যানজট হয় । সকাল থেকে যানবাহনের লম্বা লাইন পড়ে যাচ্ছে । ভোগান্তির শিকার হতে হচ্ছে প্রত্যেককে ।"

জানা গেছে, রাস্তার বেহাল দশা হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের । এক বছর আগে থেকে তপসি সেতুর পাশে আরও একটি সেতু তৈরি হচ্ছে । সেতুটি পুরোপুরি তৈরি হয়ে গেলে ভোগান্তি কম হবে, আশা দেখছেন যাত্রীরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.