ETV Bharat / state

পৌরনিগমের অতিথি নিবাস চলে যাচ্ছে বেসরকারি সংস্থার হাতে! সরব আসানসোলের প্রাক্তন মেয়র

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 11, 2023, 9:56 PM IST

AMC Guest House
আসানসোল পৌরনিগমের অতিথি নিবাস

AMC Guest House: অতিথি নিবাস 'গীতাবিতান'কে লিজে বেসরকারি সংস্থার হাতে তুলে দিতে চলেছে আসানসোল পৌরনিগম ৷ জানার পরই সরব হয়েছেন প্রাক্তন বিজেপি মেয়র জিতেন্দ্র তিওয়ারি ৷

পৌরনিগমের অতিথি নিবাস বেসরকারিকরণের পথে

আসানসোল, 11 ডিসেম্বর: আসানসোল পৌরনিগমের একমাত্র অতিথি নিবাস 'গীতবিতান' । অভিযোগ, বর্তমান পৌরবোর্ড এই গীতবিতানকে বেসরকারি সংস্থার হাতে তুলে দিচ্ছে ৷ সেখানে করতে চাইছে হোটেল এবং রেস্তরাঁ । এই খবর জানার পরই প্রতিবাদে সরব হয়েছেন প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি । তাঁর দাবি, এর ফলে সাংস্কৃতিক পরিবেশ নষ্ট হবে । পৌরনিগমের অতিথি নিবাসকে হোটেলে রূপান্তরিত করার জিতেন্দ্রর দাবিকে কার্যত মেনে নিয়েছেন বর্তমান মেয়র বিধান উপাধ্যায় ৷ তবে সংস্কৃতি বজায় রেখেই এই অতিথি নিবাস চালু থাকবে বলে আশ্বাস দিয়েছেন তিনি ।

কলকাতার রবীন্দ্র সদন, নন্দন চত্বরের মত আসানসোল শহরের প্রাণকেন্দ্র বিএনআর মোড়কেও সুন্দরভাবে গড়ে তুলতে চেয়েছিলেন প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি । একদিকে শহরের অন্যতম বৃহৎ প্রেক্ষাগৃহ রবীন্দ্র ভবন । তারই এক পাশে কফি হাউস অন্য দিকে বিদ্যাসাগর আর্ট গ্যালারি এবং একই চত্বরে পৌরনিগমের একমাত্র অতিথি নিবাস 'গীতবিতান' । শহরের সংস্কৃতির জন্য এলাকার বুদ্ধিজীবীদের সঙ্গে পরামর্শ মত আসানসোল রবীন্দ্র ভবনের পাশে কফি হাউস ও আর্ট গ্যালারি তৈরি করার পাশাপাশি একটি অতিথি নিবাস তৈরি করেছিলেন জিতেন্দ্র তিওয়ারি ।

তিনি চেয়েছিলেন, রবীন্দ্র ভবনে অনুষ্ঠান করতে আসা শিল্পীরা ও সংস্কৃতিপ্রেমী মানুষরা পৌরনিগমের এই অতিথি নিবাসে থাকতে পারবেন । যাতে ওই চত্বরে সাংস্কৃতিক পরিমণ্ডল বজায় থাকে । পাশাপাশি সাধারণ মানুষও সংস্কৃতির প্রয়োজনে ওই গীতবিতান অতিথি নিবাসকে ব্যবহার করতে পারেন । কিন্তু জিতেন্দ্রর অভিযোগ, বর্তমান বোর্ড ওই গীতবিতান অতিথি নিবাসকে একটি বেসরকারি সংস্থাকে লিজ দিয়ে সেখানে সাধারণ মাপের একটি হোটেল এবং রেস্তরাঁ করে দিতে চাইছে । পৌরনিগমের অতিথি নিবাসকে এই হোটেল করে দেওয়ার সিদ্ধান্তকে মেনে নিতে পারছেন না তিনি ।

প্রাক্তন মেয়রের দাবি, হোটেল হলে নানান সংস্কৃতির মানুষ সেখানে আসবেন ৷ যার কারণে রবীন্দ্র ভবন চত্বরের সাংস্কৃতিক পরিবেশ বিঘ্ন ঘটবে । অন্যদিকে বিধান উপাধ্যায় বলেন, "বর্তমানে ওই অতিথি নিবাসকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে আরও প্রচুর খরচ করতে হবে এবং সেই টাকা বর্তমান পৌরোবোর্ডের কাছে নেই । সেজন্য একটি বেসরকারি সংস্থাকে ওই অতিথি নিবাসটি লিজ দেওয়া হবে । তবে কোনওভাবেই যাতে সংস্কৃতি ক্ষুন্ন না হয় সেদিকেও কড়া নজর থাকবে । সংস্কৃতিকে বজায় রেখেই ওই অতিথি নিবাসকে চালু রাখা হবে ।"

আরও পড়ুন:

  1. ব্রাত্য বাংলা ! আসানসোল পৌরনিগমে শুধু হিন্দি ও উর্দু অ্যাকাডেমির বিশাল ভবন ; সরব বাংলাপক্ষ
  2. ৮৭ লক্ষ টাকা গড়মিলের অভিযোগ আসানসোল পৌরনিগমে ! জানেনই না মেয়র
  3. আসানসোলে কম্বল কাণ্ডে দিল্লি থেকে গ্রেফতার বিজেপির জিতেন্দ্র তেওয়ারি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.