ETV Bharat / state

Asansol Ghost: বিজ্ঞানমঞ্চ ও ইটিভি ভারত আসরে নামতেই ভূত পালালো জানলা দিয়ে

author img

By

Published : Jul 7, 2022, 10:18 PM IST

বাড়ির যেখানে খুশি জল পড়ছে । কখনও মেঝেতে, কখনও দেওয়ালে আবার কখনও সিলিংয়েও ৷ রীতিমত জল ভূত ! কিন্তু শুধুমাত্র বাড়ির ওই শিশু কন্যাটিই সেই জল পড়া দেখতে পাচ্ছে । হ্যাঁ এমনই ভৌতিক কাণ্ড গত একমাস ধরে ঘটে চলেছে আসানসোলের কুলটি অঞ্চলের একটি বাড়িতে (Ghost Escaped as soon as Entered Bigyan Moncho) ৷

Asansol Ghost News
বিজ্ঞানমঞ্চের সদসস্যরা আসতেই ভূত পালালো

আসানসোলঃ, 7 জুলাই: গত কয়েকদিন ধরেই আসানসোলের কুলটি অঞ্চলে একটি বাড়িতে কিছু অলৌকিক ঘটনা ঘটছিল বলে ওই বাড়ির গৃহকর্তীর দাবি । বাড়িতে যখন তার চতুর্থ শ্রেণিতে পাঠরতা মেয়ে একা থাকে বা পড়াশোনা করে তখনই তার গায়ে কেউ জল ঢেলে দিচ্ছে বা থুতু ছিটিয়ে দিচ্ছে এমন দাবি গৃহকর্তীর ও ছাত্রীর (Ghost Escaped as soon as Entered Bigyan Moncho) ৷

বাড়ির যেখানে খুশি জল পড়ছে । কখনও মেঝেতে, কখনও দেওয়ালে আবার সিলিংয়েও ৷ রীতিমত জল ভূত ! শুধুমাত্র বাড়ির ওই শিশু কন্যাটি সেই জল পড়া দেখতে পাচ্ছে । বা তার গায়ে জল পড়ছে । বাড়ির গৃহকর্তী জানান, প্রথম প্রথম মেয়ের কথা বিশ্বাস করিনি । পরে দেখা গেল আচমকা বাড়ির সমস্ত জায়গা ভিজে যাচ্ছে ।"

আরও পড়ুন : Murshidabad Exorcism : ভর করেছে দুই পেত্নী ! বাবাজী খাওয়ালেন জুতো, ভ্যানিশ হল ভূত

গৃহকর্তী পাড়া প্রতিবেশীদের ডেকে দেখান যে জল পড়ে আছে গোটা বাড়িতে । ভূতের গুজব ছড়াতে শুরু করে । সন্ধ্যা হলেই প্রতিবেশীরা জল ভূত দেখতে ভিড় জমাচ্ছেন । কেউ কেউ অতি উৎসাহী হয়ে মোবাইলে ঘোষ্ট ডিটেকটর দিয়ে ভূত খুঁজতেও শুরু করে দিচ্ছেন গোটা বাড়িতে । প্রায় দেড় মাস ধরে এই ঘটনা ঘটছে । যদিও ওই শিশু কন্যাটি আমাদের ক্যামেরার সামনে জানিয়েছে, যে তার এই বিষয়টি নিয়ে কোথাও কোন ভয় লাগছে না । আবার শিশু কন্যাটি বিভিন্ন সময় অসংলগ্ন কথাও বলছে ৷

বুধবার রাতে ওই পরিবারের অনুরোধে কুলটির ওই বাড়িতে গিয়েছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বিজ্ঞান কর্মীরা, বিজ্ঞান মঞ্চের কর্মীদের অনুরোধে এই ঘটনার সাক্ষী থাকতে উপস্থিত ছিল ইটিভি ভারতের প্রতিনিধি । প্রায় তিন ঘণ্টা ধরে ওই বাড়িতে বিজ্ঞানকর্মীরা এবং সাংবাদিকরা থাকলেও কোনও রকমের জল পড়া বা অন্য কোনও অপ্রাকৃতিত ঘটনা ঘটেনি । বিষয়টি পরিষ্কার হয়েছে, বাড়িতে যখন মেয়েটি একা থাকে তখনই তার সঙ্গে এই ঘটনা ঘটে । পাশাপাশি বারবার প্রশ্ন করায় মেয়েটির মা-ও শেষে বিরক্ত হয়ে বলেন যে আমার মিডিয়া কভারেজ দরকার নেই । আমি বিষয়টি প্রচার চাই না । অর্থাৎ চেপে ধরতেই বিষয়টি এড়িয়ে যেতে শুরু করলেন ।

বিজ্ঞানকর্মী ও সাংবাদিকরা রাতে তিনঘণ্টা ওই বাড়িতে থাকলেও কোথাও জল পড়েনি । কারণ শিশুকন্যাটি সবার সামনে ছিল । তাঁদের দাবি ও একা থাকলেই ওর গায়ে জল পড়ে । অর্থ্যাৎ কোথাও না কোথাও বিষয়টির মধ্যে কোনও হতাশা, কৌশল কিংবা মিথ্যে বলার প্রবণতা স্পষ্ট হয়েছে বিজ্ঞানকর্মীরাও অনুমান করেছেন ।

আরও পড়ুন : Ghost Hunter : ট্রাফিক গার্ডে অশরীরীর ছায়া, ভূত-গোয়েন্দাদের দ্বারস্থ কলকাতা পুলিশ

বিজ্ঞানকর্মীদের দাবি, যে সমস্ত জিনিস ওনারা দাবি করছেন বাড়ির মধ্যে পাওয়া যাচ্ছে তা কিন্তু বাড়ির মধ্যেই মজুত রয়েছে । এমন কিছু কিন্তু বাড়িতে পড়ছে না যেটা বাড়িতে নেই । সুতরাং এক্ষেত্রে যিনি দেখছেন অর্থাৎ শিশু কন্যাটি এবং যিনি এই বিষয়টির ব্যাখ্যা করছেন অর্থাৎ মা তারা দুজনেই এই বিষয়টি সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত রয়েছে ।

বিজ্ঞান কর্মী কিংশুক মুখোপাধ্যায় আমাদের বলেন, "আমরা প্রাথমিকভাবে ওই মহিলাকে বলেছি যে আপনার মেয়েকে অবিলম্বে চিকিৎসকের কাছে নিয়ে যান এবং তার কাউন্সিলিং করান । পুরো বিষয়টি মেয়েকে ঘিরেই হচ্ছে । কারণ আমরা এতক্ষণ পর্যন্ত থাকলাম এই বাড়িতে কোন কিছুই ঘটল না । এর মধ্যে কোথাও কোনও অলৌকিকত্ব, অতিপ্রাকৃত কিছু নেই । ভূতের কোনও অস্তিত্ব নেই ।"

তাই ভূত নিয়ে এই গুজব, অতি উৎসাহ কাম্য নয় বলেই বিজ্ঞান কর্মী হিসেবে কিংশুক মুখোপাধ্যায় জানিয়েছেন । প্রতিবেশীরাও শেষে জানালেন আপনাদের ক্যামেরা দেখার পরেই হয়ত ভুত উধাও হল । যে কারণেই হোক না কেন ভূত তো চলে গেল আমাদের মনে হয় আর এই ভূত আসবে না ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.