ETV Bharat / city

Ghost Hunter : ট্রাফিক গার্ডে অশরীরীর ছায়া, ভূত-গোয়েন্দাদের দ্বারস্থ কলকাতা পুলিশ

author img

By

Published : Aug 28, 2021, 4:49 PM IST

Updated : Sep 5, 2021, 11:43 AM IST

যে বহুতলে জোড়াবাগান ট্রাফিক গার্ডের কার্যালয় রয়েছে, ভূতুড়ে বাড়ি হিসাবে দুর্নাম রয়েছে তার ৷ তার পিছনে সত্যাসত্য কতটা, তা জানতেই ‘ডিটেক্টিভস অফ সুপারন্যাচব়্যাল’-এর দ্বারস্থ হয়েছিল কলকাতা পুলিশ ৷ ‘ভূত-গোয়েন্দা’দের দাবি, পুরনো বাড়ি হওয়ায় জোড়াবাগান ট্রাফিক গার্ডের ভিতরটা অত্যন্ত স্যাঁতস্যাঁতে ৷ ফলে ভিতরে বিভিন্ন ধরনের গ্যাসের উপস্থিতি রয়েছে ৷ এছাড়া, বহুতলের উপরেই রয়েছে একটা মোবাইল টাওয়ার ৷ যার থেকে চুম্বকীয় ক্ষেত্র তৈরি হচ্ছে ৷ এই দুইয়ের ফলেই সম্ভবত স্লিপ ডিসঅর্ডারে ভুগছেন পুলিশের কর্মীদের কেউ কেউ ৷ তার ফলেই এমন অনেক কিছু তাঁরা অনুভব করছেন, যা আদতে ঘটছে না ৷

Ghost Hunter campaign of Kolkata police
Ghost Hunter : ট্রাফিক গার্ডে অশরীরী ছায়া, ভূত-গোয়েন্দাদের দ্বারস্থ কলকাতা পুলিশ

কলকাতা, 28 অগস্ট : পুলিশের ডিউটি, তার আবার ডিউটি আওয়ার্স ! সময় মেপে কাজের বালাই পুলিশের চাকরিতে যে থাকে না, সেকথা কারওরই অজানা নয় ৷ তবে ডিউটির ফাঁকেই কখনও সখনও একটু জিরিয়ে নেওয়ার ফুসরত মেলে ৷ আর ঠিক সেই সময়েই যদি হয় ভূতের উপদ্রব ? ভাবছেন এমন কথা কেন বলছি ? অনেকেই বলবেন, ধুর ৷ ফালতু কথা ৷ ভূত বলে আবার কিছু হয় নাকি ! দেখুন, ভূত বলে হয় কি না হয়, সেই সিদ্ধান্তে আসা আমাদের কম্ম নয় ৷ তবে ভূতুড়ে কাণ্ডের সুলুক সন্ধানে তো আপত্তি নেই ৷ বরং অনেকের কাছে সেটা বেশ মজার ৷ কারও কাছে তা আবার নিরেট সিরিয়াস বিষয় ৷ ঠিক যেমনটা ভাবেন ‘ডিটেক্টিভস অফ সুপারন্যাচব়্যাল’-এর সদস্যরা ৷ ভূতের খোঁজে এখানে-ওখানে ঘুরে বেড়োনোই তাঁদের নেশা এবং পেশা ৷ আর এই কাজই তাঁদের পৌঁছে দিয়েছিল জোড়াবাগান ট্রাফিক গার্ডে ৷ যেখানে নাকি মাঝেমধ্যেই নেত্য করেন ‘তেনারা’ !

আরও পড়ুন : Horror In Hostel : ভূতুড়ে কাণ্ডে হস্টেলই হানাবাড়ি, ভয়ে কাঁটা ছাত্রীরা

পুলিশ মহলে কান পাতলেই শোনা যায়, কলকাতার হানাবাড়িগুলির মধ্যে অন্যতম জোড়াবাগান ট্রাফিক গার্ডের এই বহুতল ৷ বাড়িটি শতাব্দীপ্রাচীন ৷ তার আদলে বেশ একটা রাজকীয় ধাঁচ রয়েছে ৷ সূত্রের দাবি, এই বাড়িতেই নাকি অনেক অদ্ভূতুড়ে অভিজ্ঞতা হয়েছে পুলিশের কর্মী ও কর্তাদের ৷ কখনও মনে হয়, কেউ বুঝি কানের কাছে এসে ফিসফাস করছে ৷ ডিউটি সেরে কেউ হয়তো একটু বিশ্রাম নিচ্ছেন ৷ দু’চোখের পাতা লেগে এসেছে ৷ হঠাৎই মনে হল কেউ কষিয়ে চড় মারল গালে ! তাতেই ঘুমের দফারফা ৷ অথচ চোখ খুললেই ধাঁ ! কেউ কোথাও নেই ৷ আবার কখনও মনে হয়, মাথার উপর বুঝি আস্ত বাড়িটাই ভেঙে পড়ল ! তবে এসবই কিন্তু কানাঘুষো ৷ পুলিশের কোনও সদস্যই প্রকাশ্যে এ নিয়ে কোনও মন্তব্য করতে রাজি নন ৷

তাহলে কি ভূতের কাছে অসহায় আত্মসমর্পণ করবে পুলিশ ? তা আবার হয় নাকি ? যাঁদের হাতে তাবড় খুনে, ডাকাতরাও শায়েস্তা হয়ে যায়, সেই তাঁরাই কিনা ভূতের তাণ্ডব সহ্য করবেন মুখ বুজে ? কিছুতেই না ৷ তাহলে এই উৎপাতের উৎস কী ? তার হদিশ পেতেই ‘ডিটেক্টিভস অফ সুপারন্যাচব়্যাল’-এর দ্বারস্থ হয় কলকাতা পুলিশ ৷ তাদের বলা হয়, ভূত বাবাজি যদি থেকেই থাকে, তবে তাকে খুঁজে বের করা হোক ৷

Ghost Hunter campaign of Kolkata police
টিম ডিটেক্টিভস অফ সুপারন্যাচব়্যাল ৷

এরপরই জোড়াবাগান ট্রাফিক গার্ডে গিয়ে হাজির হন ‘ডিটেক্টিভস অফ সুপারন্যাচব়্যাল’-এর প্রতিষ্ঠাতা সদস্য দেবরাজ সান্যাল ৷ সঙ্গে ছিলেন সংস্থার বাকি সদস্যরাও ৷ সেই দলে রয়েছেন দেবরাজের স্ত্রী ঈষিতা দাস সান্যাল, শুভজ্যোতি রায়চৌধুরী, অরিন্দম ঘোষাল এবং উজ্জ্বল গুপ্ত ৷ ভূত খোঁজার অত্যাধুনিক সব সরঞ্জাম নিয়ে হাজির হয়ে যান তাঁরা ৷ শুরু হয় অভিযান ৷ তবে, না ৷ ভূতের কোনও সন্ধান টিম ডিটেক্টিভস অফ সুপারন্যাচব়্যাল পায়নি ৷ বরং তাঁদের মনে হয়েছে, পুরোটাই আসলে ইলিউশন ৷

আরও পড়ুন : সাদা থান পরা ওটা কে ? লাটাগুড়ির রাস্তায় ভূতের ভয়ে কাঁটা পর্যটকরা

পুরনো বাড়ি হওয়ায় জোড়াবাগান ট্রাফিক গার্ডের ভিতরটা অত্যন্ত স্যাঁতস্যাঁতে ৷ ফলে ভিতরে বিভিন্ন ধরনের গ্যাসের উপস্থিতি রয়েছে ৷ এছাড়া, বহুতলের উপরেই রয়েছে একটা মোবাইল টাওয়ার ৷ যার থেকে চুম্বকীয় ক্ষেত্র তৈরি হচ্ছে ৷ এই দুইয়ের ফলেই সম্ভবত স্লিপ ডিসঅর্ডারে ভুগছেন পুলিশের কর্মীদের কেউ কেউ ৷ তার ফলেই তাঁরা এমন অনেক কিছু অনুভব করছেন, যা আদতে ঘটছেই না ৷

ট্রাফিক গার্ডে অশরীরীর ছায়া

পুলিশের সঙ্গে কাজ করতে পেরে খুশি টিম ডিটেক্টিভস অফ সুপারন্যাচব়্যাল ৷ তাদের দাবি, এমন কাজ কলকাতায় অন্তত আগে কখনও হয়নি ৷ আমজনতার মন থেকে ভূতের ভয় কাটাতেই এই উদ্যোগ ৷ যার পোশাকি নাম, ‘রাইস অ্যাবোভ ফিয়ার’ ৷ ‘ভূত-গোয়েন্দা’ দেবরাজ, ঈষিতারাও বলছেন, যদি কোনও কিছু দেখে খটকা লাগে, তাহলে ভয় না পেয়ে এগিয়ে যান ৷ দরজার বাইরে কোনও শব্দ হলে দরজা খুলে দেখুন, শব্দের উৎস কী ? তাহলেই হয়তো অনেক ভয়, অনেক আশঙ্কা কেটে যাবে ৷

Last Updated : Sep 5, 2021, 11:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.