ETV Bharat / state

Hawkers Eviction Notice: ফুটপাথ থেকে হকার উচ্ছেদের নোটিশ, ভাঙা পড়বে তৃণমূলের কার্যালয়ও

author img

By

Published : Feb 3, 2023, 9:25 PM IST

ETV Bharat
আসানসোল পৌরনিগম এলাকায় হকার উচ্ছেদের নোটিশ

ধীরে ধীরে সংকীর্ণ হয়ে যাচ্ছে ফুটপাথ ৷ যার জেরে অসুবিধায় পড়ছেন পথচলতি সাধারণ মানুষ ৷ তাই এবার ফুটপাথ থেকে হকার উচ্ছেদের বিজ্ঞপ্তি দিল আসানসোল পৌরনিগম (Eviction Notice of Hawkers from Pavement)৷

আসানসোল পৌরনিগম এলাকার ফুটপাথে হকার উচ্ছেদের নোটিশ

আসানসোল, 3 ফেব্রুয়ারি: শহরকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন করতে চাইছে আসানসোল পৌরনিগম । আর সেই কারণেই রাস্তার দু'পাশে যারা জবরদখল করে বসে দোকানপাট খুলেছেন তাদের অবিলম্বে সরে যাওয়ার নোটিশ দিল আসানসোল পৌরনিগম (Hawkers Eviction Notice at Asansol Corporation)। আপাতত জিটি রোড এবং বড় রাস্তার পাশে যে সমস্ত দোকানগুলি বসেছে সেগুলোর বিরুদ্ধে প্রথমে ব্যবস্থা নেওয়া হবে । তবে এই রাস্তার মধ্যেই রয়েছে তৃণমূলের সংখ্যালঘু সেলের দলীয় কার্যালয় ৷ সেটিও যে বাদ পড়বে না তা জানিয়েছেন মেয়র নিজে ৷

ইতিমধ্যেই আসানসোলের ভগৎ সিং মোড় থেকে বিএনআর পর্যন্ত জিটি রোডের দু'ধারে ফুটপাথ দখল করে যে দোকানগুলি বসেছে তাদের এবং আসানসোলের বার্নপুর রোডে ও সেনর‍্যলে রোডে যে সমস্ত জবরদখলকারীরা রয়েছে তাদের বিরুদ্ধে নোটিশ দেওয়া হয়েছে । সেই নোটিশে স্পষ্ট লেখা রয়েছে, তিনদিনের মধ্যে জায়গা খালি করে দিতে হবে ৷ না হলে আসানসোল পৌরনিগম এসে সেই দোকানপাটগুলিকে উঠিয়ে জায়গা ফাঁকা করবে ।

আরও পড়ুন : বার্নপুর বাজার পোস্ট অফিসকে সরার নির্দেশ, চিন্তায় গ্রাহকরা

স্থানীয় ব্যবসায়ীদের মতে, তাঁরা অনেককাল ধরে সেখানে ব্যবসা করছেন । কেউ কেউ সেখানে ব্যবসার পাশাপাশি ওই দোকানেই বসবাসও করেন । ফলে তিনদিনের নোটিশে তাদের পক্ষে সরে যাওয়া অসম্ভব বিষয় । এছাড়াও তারা পৌরনিগমের কাছে আবেদন রাখতে চায় যে দীর্ঘদিন ধরে ওই দোকানগুলোই তাদের কাছে রুটিরুজির সংস্থান । সেই কারণে পুনর্বাসন না দিয়ে এভাবে উঠিয়ে দিলে তারা কর্মহারা হবে ৷ সুতরাং বিষয়টিকে মানবিকতার চোখে দেখতে বলছে ব্যবসায়ীরা ।

অন্যদিকে ভগৎ সিং মোড় থেকে বিএনআর যাওয়ার পথে জিটি রোডের ফুটপাথেই রয়েছে তৃণমূলের মাইনরিটি সেলের পার্টি অফিস । সেটার কী হবে ? এই বিষয়ে আসানসোল পৌরনিগমের মেয়র পারিষদ গুরুদাস চট্টোপাধ্যায় জানিয়েছেন, জবরদখলকারীদের যে কোনও মূল্যে সরানো হবে । যারা রাস্তার উপর ফুটপাথ দখল করে রয়েছে, তাদের সরিয়ে ফুটপাথ ফাঁকা করতে হবে । পার্টি অফিস থাকলে সেটাও সরবে । আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়ও কিন্তু বিষয়টি নিয়ে বেশ কড়া মনোভাবই দেখিয়েছেন । তাঁর বক্তব্য "মানুষের অসুবিধা যেখানে হচ্ছে সে বিষয়টি আমাদের আগে দেখতে হবে । রাস্তার দু'পাশে জবরদখলকারীদের জন্য রাস্তা দিন দিন সংকীর্ণ হয়ে পড়ছে । সে কারণে কোনওমতেই এই জবরদখল মেনে নেওয়া হবে না । তাদের উচ্ছেদ করতেই হবে । যে কোনও দলের পার্টি অফিস থাকলেও তা সরিয়ে ফেলা হবে ।"

আরও পড়ুন : হকার সমস্যা নিয়ে অনলাইনেই জানানো যাবে অভিযোগ, বললেন দেবাশিস কুমার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.