phensedyl recovered : দুর্গাপুর স্টেশন থেকে ফেনসিডিল-সহ গ্রেফতার 1

author img

By

Published : Aug 12, 2021, 12:52 PM IST

দুর্গাপুর

স্বাধীনতার আগে নাকা চেকিংয়ে দুর্গাপুর স্টেশন থেকে মাদক-সহ গ্রেফতার এক ব্যক্তি ৷ নাশকতার ঘটনা এড়াতে এখন তল্লাশি অভিযান চলবে বলে রেলপুলিশ সূত্রে খবর ৷

দুর্গাপুর, 12 অগস্ট : হাতে আর মাত্র দু‘দিন ৷ তারপরেই স্বাধীনতা দিবস ৷ সেই জন্য নাশকতার ছক এড়াতে দুর্গাপুর স্টেশন চত্ত্বরে শুরু হয়েছে নাকা চেকিং ৷ আর তাতেই মিলল সাফল্য ৷ বুধবার সকালে দুর্গাপুর স্টেশনে 22 বোতল ফেনসিডিল-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল জিআরপি এবং আরপিএফ পুলিশ ৷ এদিন তাঁদের যৌথ উদ্যোগেই চলে তল্লাশি ৷

রেল পুলিশ সুত্রে খবর ওই ব্যক্তি বিহার থেকে আসছিল । গ্রেফতার করার পর তাকে পশ্চিম বর্ধমানের আসানসোল জেলা আদালতে পাঠানো হয় । পুরো ঘটনা খতিয়ে দেখছে রেল পুলিশ ৷ এই মাদক চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা তার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ।

দুর্গাপুরে নাকা চেকিং সম্পর্কে যা বললেন আসানসোল জিআরপির ডিএসপি উজ্জ্বল দাস

এদিনের চেকিংয়ে উপস্থিত ছিলেন আসানসোল জিআরপির ডিএসপি উজ্জ্বল দাস-সহ অন্যান্য আধিকারিকরা । যাত্রীদের ব্যাগ খুলে চেকিং করার পাশাপাশি রেল স্টেশন চত্ত্বরে একাধিক গাড়ি খুলেও চলে নাকা চেকিং । স্বাধীনতা দিবসের আগে লাগাতার এই তল্লাশি অভিযান চলবে বলে জিআরপি এবং আরপিএফ সূত্রের খবর । মূলত সাধারণ যাত্রীদের সুরক্ষা দেওয়া ও নাশকতার ছক বানচাল করতেই এই তল্লাশি বলে দাবি রেল পুলিশের ৷

আরও পড়ুন : দুর্গাপুরে পুলিশের জালে 'ন্যাশনাল আ্যন্টি ক্রাইম' স্টিকার লাগানো গাড়ি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.