Duyare Police in Durgapur : দুর্গাপুরে এবার ‘দুয়ারে পুলিশ’

author img

By

Published : Jun 3, 2022, 6:37 PM IST

Updated : Jun 3, 2022, 6:45 PM IST

Duyare Police in Durgapur

দুয়ারে সরকারের পর এবার দুয়ারে পুলিশ ৷ দুর্গাপুরের প্রান্তিক মানুষকে পরিষেবা পৌঁছে দিতে এই পদক্ষেপ ৷ প্রতি সপ্তাহে একদিন করে দুর্গাপুর অফিসে বসবেন পুলিশ কমিশনার (Duyare Police in Durgapur)৷

দুর্গাপুর, 3 জুন : আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে এবার প্রান্তিক মানুষদের জন্য় বিশেষ পরিষেবা ৷ এলাকার প্রান্তিক মানুষেকে আরও বেশি আইনগত পরিষেবা পৌঁছে দিতে চালু হয়েছে 'দুয়ারে পুলিশ' পরিষেবা । শুক্রবার থেকে চালু হয়েছে ‘দুয়ারে পুলিশ’ (Duyare Police in Durgapur) ৷

সূত্রের খবর, প্রতিসপ্তাহে একদিন দুর্গাপুর অফিসে বসছেন পুলিশ কমিশনার সুধীরকুমার নীলকান্তম । আপাতত দুর্গাপুরে ডিসিপি (পূর্ব) কার্যালয়ে বসবেন পশ্চিম বর্ধমান জেলার পুলিশ কমিশনার। প্রতি শুক্রবার সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত তিনি এই অফিসে থাকবেন ৷ শুনবেন মানুষের সমস্যার কথা । কেবলমাত্র পুলিশ কমিশনার নয়, ডিসিপি ও এসিপি পদমর্যাদার পুলিশ আধিকারিকরা এবার থেকে তাঁদের এলাকার বিভিন্ন থানা ও ফাঁড়িগুলিতে থাকবেন ৷ সেই এলাকার যে সকল মানুষ আইনগত সমস্যায় ভুগছেন, তাঁদের কথা শুনবেন পুলিশ কমিশনার ।

এবার ‘দুয়ারে পুলিশ’ দুর্গাপুরে

‘মিট মাই অফিসার’ নামে এই পরিষেবা চালু হওয়ায় যে সকল মানুষ পুলিশের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের দফতরে এসে পৌঁছতে পারছিলেন না, তাঁরাও সহজে উপকৃত হবেন ৷ তারাও তাঁদের সমস্যার কথা বলতে পারবেন ৷ সাধারণ মানুষ ও পুলিশের মধ্যে যাতে কোনও দুরত্ব দূর করতেই এই পদক্ষেপ দুর্গাপুর ও আসানসোল পুলিশের ৷

আরও পড়ুন : Police seize illegal coal : পুলিশি তৎপরতায় ভেস্তে গেল কয়লা পাচার

Last Updated :Jun 3, 2022, 6:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.