ETV Bharat / state

অক্সিজেন নিয়ে সিঙ্গাপুর থেকে পানাগড়ে পৌঁছাল বায়ুসেনার বিমান

author img

By

Published : Apr 24, 2021, 8:36 PM IST

Updated : Apr 24, 2021, 10:43 PM IST

cryogenic oxygen containers
ছবি

গতকাল রাত 2 টো নাগাদ গাজ়িয়াবাদের হিন্দনে বায়ুসেনার ঘাঁটি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয় বায়ুসেনার সি-17 বিমান ৷ সেখান থেকে চারটি কনটেনার ভর্তি ক্রায়োজেনিক অক্সিজেন নিয়ে আজ বিকেলে দেশে ফিরল বিমানটি ৷

পানাগড়, 24 এপ্রিল : সিঙ্গাপুর থেকে ক্রায়োজেনিক অক্সিজেনের চারটি কনটেনার এসে পৌঁছাল পানাগড়ে বায়ুসেনার ঘাঁটিতে ৷ বায়ুসেনার বিশেষ বিমানটি সিঙ্গাপুরের ছাঙ্গি বিমানবন্দর থেকে আজ সকালে রওনা দিয়েছিল দেশের উদ্দেশে ৷

দেশজুড়ে অক্সিজেনের হাহাকার পড়ে গিয়েছে ৷ সবথেকে করুণ অবস্থা রাজধানীতে । কোথাও কয়েক ঘণ্টার অক্সিজেন বাকি । কোথাও আবার সময়টা আরও কম । অক্সিজেনের জোগান চালু রাখতে মরিয়া হয়ে উঠেছে কেন্দ্র ও রাজ্য প্রশাসন । এই পরিস্থিতিতে বাইরে থেকে অক্সিজেন আমদানিও করা হচ্ছে ।

সিঙ্গাপুর থেকে পানাগড়ে পৌঁছাল বায়ুসেনার বিমান

আরও পড়ুন : সস্তা হচ্ছে অক্সিজেন

এরই মধ্যে গতকাল রাত 2 টো নাগাদ গাজ়িয়াবাদের হিন্দনে বায়ুসেনার ঘাঁটি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয় বায়ুসেনার সি-17 বিমান ৷ সেখান থেকে চারটি কনটেনার ভর্তি ক্রায়োজেনিক অক্সিজেন নিয়ে আজ বিকেলে দেশে ফিরল বিমানটি ৷

Last Updated :Apr 24, 2021, 10:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.