ETV Bharat / state

Paschim Bardhaman Covid: রোজ বাড়ছে সংক্রমণ, তবু সচেতন নয় মানুষ; চিন্তিত স্বাস্থ্য দফতর

author img

By

Published : Jul 13, 2022, 12:26 PM IST

Covid Infection Increase but People are not Aware in Paschim Bardhaman
Covid Infection Increase but People are not Aware in Paschim Bardhaman

প্রায় রোজই সংক্রমণ বাড়ছে পশ্চিম বর্ধমানে ৷ সংখ্যাটাও প্রায় 100 পেরিয়ে যাচ্ছে ৷ এই পরিস্থিতিতেও সচেতন নয় জেলার মানুষজন (Covid Infection Increase but People are not Aware in Paschim Bardhaman) ৷ মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছে লোকজন ৷ প্রশাসন এবং স্বাস্থ্য দফতরের তরফে বোঝানো হলেও, কেউই সেই কথা কানে তুলছেন না বলে অভিযোগ উঠেছে ৷

আসানসোল, 13 জুলাই: নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা ৷ পশ্চিম বর্ধমান জেলায় প্রায় প্রতিদিনই সংক্রমণের সংখ্যা একশো পেরিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ৷ বর্তমানে প্রায় সাতশোর বেশি সক্রিয় রোগী রয়েছেন জেলায় ৷ তবুও মানুষের মধ্যে সচেতনতা কোনও লক্ষণই দেখা যাচ্ছে না ৷ মাস্ক ছাড়াই রাস্তাঘাটে, ট্রেনে-বাসে ঘুরে বেড়াচ্ছে লোকজন ৷ এমনকী আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসা করাতে আসা মানুষের মুখেও দেখা যাচ্ছে না মাস্ক (Covid Infection Increase but People are not Aware in Paschim Bardhaman) ৷ ফলে সংক্রমণ আরও ব্যাপক আকার নিতে পারে বলে আশঙ্কা করছে জেলা স্বাস্থ্য দফতর ৷

করোনার তৃতীয় ঢেউয়ের প্রভাব পশ্চিম বর্ধমানে সেভাবে পড়েনি ৷ কিন্তু, নতুন করে সংক্রমণ বাড়ছে রাজ্যে ৷ প্রায় প্রতিদিনই শতাধিক মানুষ সংক্রামিত হচ্ছেন আসানসোল-সহ পশ্চিম বর্ধমানের সর্বত্র ৷ যদিও অধিকাংশই উপসর্গহীন ৷ ফলে সংক্রমণের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে জেলা স্বাস্থ্য দফতর ৷ অন্যদিকে, বেশিরভাগ রোগী হাসপাতালে আসছেন না বা ভর্তি হচ্ছেন না ৷ সাধারণ জ্বর, সর্দি-কাশি মনে করে অনেকেই করোনা পরীক্ষা করাচ্ছেন না ৷ ফলে সঠিক আক্রান্তের সংখ্যা কত হতে পারে, তা নিয়ে সন্দিহান জেলা স্বাস্থ্য দফতর ৷

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শেখ মহম্মদ ইউনুস জানিয়েছেন ‘‘বর্তমানে সরকারি ভাবে প্রায় 700 জনের বেশি সক্রিয় রোগীর সংখ্যা রয়েছে জেলায় ৷ প্রতিদিনই প্রায় শতাধিক রোগী সংক্রমিত হচ্ছেন করোনায় ৷ কিন্তু তার পরেও মানুষজনের মধ্যে কোনও সচেতনতা চোখে পড়ছে না ৷’’ আসানসোল জেলা হাসপাতালের নার্সরা অভিযোগ করেছেন, রোগীদের বা তাঁদের পরিবারের লোকেদের বারবার বললেও কেউ কথা শুনছেন না ৷

আরও পড়ুন: Corona Update in Bengal: রাজ্যে করোনা আক্রান্ত হয়ে একদিনে মৃত্যু 5 জনের

পাশাপাশি ভ্যাকসিনের বুস্টার ডোজ দূরের কথা, ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রেও অনীহা দেখা যাচ্ছে সাধারণের মধ্যে ৷ প্রায় 2 লক্ষের কাছাকাছি মানুষ এখনও পর্যন্ত ভ্যাকসিন নেয়নি পশ্চিম বর্ধমানে ৷ এমনই তথ্য জানাচ্ছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মহম্মদ ইউনুস ৷ উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘‘ধর্মীয় অনুষ্ঠান, রাজনৈতিক অনুষ্ঠান সবই চলছে, ভিড় জমায়েত হচ্ছে ৷ মানুষজন মাস্ক পরছেন না ৷ এটাই বিপদের ৷ মানুষকে সচেতন হতে হবে ৷ পাশাপাশি, আমরা বাড়ি থেকে ডেকে এনেও অনেকেই ভ্যাকসিন দিতে পারিনি ৷’’

সংক্রমণ বাড়লেও, সচেতন নয় মানুষ; উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর

যদিও, নতুন করে শুরু হওয়া সংক্রমণে খুব বেশি আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য অধিকর্তা ৷ তাঁর মতে, ‘‘তৃতীয় ঢেউ যেভাবে এসেছিল এবং হঠাৎ করে এই গ্রাফ উঠে গিয়েছিল, তার পরেই সেই গ্রাফ পড়ে যায় ৷ এ ক্ষেত্রেও সেই রকমই ঘটনা ঘটবে ৷ তবে, মানুষকে সচেতন হতে হবে এবং ভ্যাকসিন সবাইকে নিতে হবে ৷ তবেই করোনাকে রোখা সম্ভব হবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.