ETV Bharat / state

Beautician Course in Durgapur: মহিলাদের স্বনির্ভর করতে বিনামূল্যে বিউটিশিয়ান কোর্স, জেনে নিন অংশগ্রহণের পদ্ধতি

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 31, 2023, 7:43 PM IST

দুর্গাপুরে মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে কেন্দ্রীয় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতর চালু করতে চলেছে সার্টিফিকেট বিউটিশিয়ান কোর্স ৷

Etv Bharat
ফ্রিতে বিউটিশিয়ান কোর্স

দুর্গাপুরে মহিলাদের ফ্রিতে বিউটিশিয়ান কোর্স

দুর্গাপুর, 31 অক্টোবর: মহিলা স্বনির্ভর করার লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে দুর্গাপুর বণিক সভা ৷ বিনামূল্যে তাঁদের শেখানো হবে কসমেটিক ও বিউটিশিয়ান কোর্স ৷ মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন দফতরের জয়েন্ট ডিরেক্টর প্রদীপ কুমার দাস। আগামী 6 নভেম্বর থেকে সিটি সেন্টারের সিধু কানহু ইনডোর স্টেডিয়াম লাগোয়া দুর্গাপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ-এর কার্যালয়ে করানো হবে এই কোর্স।

প্রদীপ কুমার দাস বলেন, "স্বাবলম্বী হতে গেলে শুধুমাত্র বড় বড় কলকারখানার চাকরির দিকে তাকিয়ে বসে থাকলে হবে না। এই মুহূর্তে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে কর্মসংস্থানের পাশাপাশি স্বনির্ভর হওয়ার সুযোগ সব থেকে বেশি। এক্ষেত্রে ফুড সেক্টরের পরে বিউটি ও হেলথ সেক্টরে কাজের সুযোগ সব থেকে বেশি। মানুষ এখন নিজেকে সুন্দরভাবে সাজিয়ে তোলার ব্যাপারে যথেষ্ট সচেতন। তাই বিউটি ও হেলথ সেক্টরে কাজের চাহিদা বাড়ছে। সেই কথা মাথায় রেখে 6 সপ্তাহের একটি সার্টিফিকেট বিউটিশিয়ান কোর্স করানো হবে বিনামূল্যে।" আগামিদিনে মাল্টি জিম খোলার জন্য প্রশিক্ষণ এবং সরকারিভাবে আর্থিক সহযোগিতার কথাও জানানো হয় কেন্দ্রীয় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতরের পক্ষ থেকে।

জানা গিয়েছে, প্রশিক্ষণ শেষে মহিলাদের শংসাপত্র ছাড়াও কাজ করার সমস্ত রকম সুযোগ ও সুবিধার ব্যবস্থা করে দেওয়া হবে দফতরের তরফে। মোট 30 জনকে বাছাই করে প্রশিক্ষন দেওয়া হবে। রূপচর্চার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কোনও একটা ক্রিম কারও সহ্য হয় না। পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হয়। সেক্ষেত্রে কী কী করনীয় তা শেখাবেন বিশিষ্ট কসমেটোলজিস্টরা ।

এই কোর্স করতে গেলে মহিলাদের ন্যূনতম মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মহিলাদের বয়স হতে হবে 18 থেকে 40 বছর। প্রশিক্ষন শেষে মহিলারা যাতে নিজস্ব পার্লার বা স্যালোঁ খুলে সাবলম্বী হতে পারেন তার জন্য ব্যাঙ্কের সঙ্গে কথা বলে ঋনের ব্যবস্থা করবে সংশ্লিষ্ট দফতর । ঋণ শোধের ক্ষেত্রে 20–35 শতাংশ ভতুর্কি পাওয়া যাবে। প্রশিক্ষণ নেওয়ার ক্ষেত্রে তপশিলি জাতি ও উপজাতির মহিলারা অগ্রাধিকার পাবেন।

আরও পড়ুন: পোষ্যকে নিয়ে লিফটে ওঠায় মহিলাকে চড় অবসরপ্রাপ্ত আইএএসের! দেখুন ভিডিয়ো

ক্ষুদ্র, ছোট ও মাঝারি এই তিনটি শিল্পে দেশে 6 কোটি সংস্থায় 12 কোটি কর্মসংস্থান হয়েছে। তারমধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে দ্বিতীয় স্থানে। আগামিদিনে ক্ষুদ্র ও কুটির শিল্পকে চীনের ক্ষুদ্র কুটির শিল্পের মতো বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এদেশের শিল্প সামগ্রী রপ্তানি করার ব্যাপারেও চিন্তা ভাবনা করছে সংশ্লিষ্ট দফতরের ৷ আপাতত জেলায় জেলায় বণিক সভার সহযোগিতায় বিউটি পার্লার কোর্স মহিলাদের শেখানো হবে বলেই জানানো হয়েছে কেন্দ্রীয় এমএসএমই দফতর থেকে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.