ETV Bharat / state

CBI Interrogate Saigal Again: গরুপাচার কাণ্ডে তিহারে গিয়ে সায়গলকে আবার জেরা করতে চায় সিবিআই

author img

By

Published : May 21, 2023, 7:28 PM IST

CBI Interrogate Saigal Again
সায়গলকে আবার জেরা করতে চায় সিবিআই

ফের একবার তিহার জেলে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে জেরা করতে চায় সিবিআই । রবিবার সেই আবেদন মঞ্জুর করেছে আসানসোল সিবিআই আদালত ।

আসানসোল, 21 মে: গরুপাচার মামলায় আবারও সিবিআইয়ের জেরার মুখে পড়তে চলেছেন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন । রবিবার তদন্তের স্বার্থে সিবিআইয়ের আবেদন মেনে এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারক রাজেশ চক্রবর্তী । পাশাপাশি অভিযুক্ত আবদুল লতিফের 7 দিন অন্তর জিজ্ঞাসাবাদের কথা তাঁর আইনজীবীকে জানালে বিচারক তা খারিজ করে দিয়েছেন রবিবার ।

গরুপাচার মামলায় একের পর এক জট খুলতেই সিবিআইয়ের হাতে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য । সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডল ও তাঁর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন বর্তমানে তিহার জেলে আছেন । ইডি তাঁদের হেফাজতে নেওয়ার পর বর্তমানে তাঁদের ঠিকানা দিল্লির তিহার জেল । অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল ইডির হাতে গ্রেফতারের পর তাঁরও স্থান সেই তিহার । পাশাপাশি, এই মামলার আরও এক অভিযুক্ত আবদুল লতিফ সুপ্রিম কোর্টের রক্ষাকবচ নিয়ে জামিনে আছেন । কিন্তু আসানসোল সিবিআই কোর্ট লতিফকে নির্দেশ দিয়েছে 4 দিন পরপর সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার জন্য । আর এই লতিফকে জিজ্ঞাসাবাদ করার পরেই সিবিআই মনে করছে সায়গল হোসেনকে আবার জেরা করলে উঠে আসতে পারে নতুন কোনও তথ্য ।

সেই মতো আসানসোল সিবিআই আদালতে আবেদন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ তাঁরা তিহারে গিয়েই সায়গল হোসেনকে জেরা করতে চায় । বিচারক রাজেশ চক্রবর্তী জানিয়েছেন, তদন্তের স্বার্থে সিবিআই পুনরায় সায়গলকে জেরা করতে পারে । এরপরেই বিচারকের নির্দেশিকার একটি কপি তিহার জেল কর্তৃপক্ষকে পাঠানো হবে বলে জানা গিয়েছে ।

অন্যদিকে, আবদুল লতিফের ক্ষেত্রে তাঁর আইনজীবী শেখর কুন্ডু আদালতের কাছে হাজিরার বিষয় নিয়ে শিথিলতার আবেদন করেছিলেন । 4 দিনের বদলে যদি 7 দিনে জিজ্ঞাসাবাদ করা যায় । কিন্তু বিচারক সেই আবেদন খারিজ করে দিয়ে জানান, জামিনে আছে এটাই যথেষ্ট । আসানসোল সিবিআই কোর্টে আবদুল লতিফের পরবর্তী শুনানি 17 জুন । অন্যদিকে অনুব্রত মণ্ডল ও সায়গলের পরবর্তী ভার্চুয়াল শুনানি 7 জুন । তার আগেই সায়গলকে জেরা করতে চাইছে সিবিআই ।

আরও পড়ুন: কাঁথি পৌরসভার দুর্নীতি নিয়ে শুভেন্দুর বিরুদ্ধে সরব কুণাল

প্রসঙ্গত, গত 21 অক্টোবর আসানসোল সংশোধনাগার থেকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল সায়গল হোসেনকে । আসানসোল সংশোধনাগারে সায়গলকে জেরা করে তদন্তে সহযোগিতা না করার অভিযোগে গ্রেফতার করে ইডি । দু'দফায় দিল্লিতে ইডি হেফাজতের পর জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল দিল্লির রাউস অ‍্যাভিনিউ আদালত । তারপরেই তিহার জেলে পাঠানো হয় সায়গল হোসেনকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.