ETV Bharat / state

Kunal Ghosh: কাঁথি পৌরসভার দুর্নীতি নিয়ে শুভেন্দুর বিরুদ্ধে সরব কুণাল

author img

By

Published : May 21, 2023, 4:54 PM IST

Etv Bharat
শুভেন্দুর বিরুদ্ধে সরব কুণাল

তৃণমূল সাংসদের অভিযোগের পরই এবার কুণাল ঘোষ সাফ জানালেন, সারদাকর্তার থেকে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করলেও তাঁকে ডাকছে না ইডি বা সিবিআই ৷ সুদীপ্ত সেনের চিঠির জন্য শুভেন্দু অধিকেরীকে কেন ডাকা হবে না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ ৷

কলকাতা, 21 মে: নিজাম প্যালেস থেকে বেরিয়ে শনিবার সরাসরি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দেগেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ তৃণমূল সাংসদের অভিযোগ ছিল, কুন্তল ঘোষের চিঠির প্রেক্ষিতে যদি তাঁকে ডাকে সিবিআই, তবে সুদীপ্ত সেনের চিঠির জন্য শুভেন্দু অধিকেরীকে কেন ডাকা হবে না ? আর সেই বক্তব্যের, কয়েক ঘণ্টা পরই সুদীপ্ত সেনের চিঠির বয়ানকে হাতিয়ার করে কাঁথি পুরসভার দুর্নীতি নিয়ে সরব হয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ৷ সেই সঙ্গে, ফের একবার কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগেও সরব হয়েছে তৃণমূল ৷

শনিবারই প্রায় সাড়ে ন'ঘণ্টা অভিষেককে জেরা করে সিবিআই ৷ সূত্রের খবর, এসএসসি নিয়োগ দুর্নীতি এবং কুন্ত ঘোষের চিঠি নিয়ে প্রায় পাঁচ পাতার প্রশ্নমালা সাজিয়ে তাঁকে জেরা করে সিবিআইযের আধিকারিকরা ৷ যদিও সেই জিজ্ঞাসাবাদের নির্যাসকে শূন্য বলে কটাক্ষ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ এমনকী জেরা শেষে নিজাম প্যালেসে দাঁড়িয়েই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক তোপ দেগে গিয়েছেন অভিষেক ৷ তাঁর নিশানায় যেমন একদিকে ছিল শুভেন্দু অধিকারী তেমনই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নিরপেক্ষতাও ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে সরাসরি অভিযোগ করে অভিষেক জানিয়েছিলেন, সারদার কর্ণধার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সরাসরি অভিযোগ করলেও, তাঁকে একবারও ডেকে প্রশ্ন করেনি সিবিআই বা ইডি ৷ এমনকি টিভির পর্দায় তাঁকে টাকা নিতে দেখা গেলেও শুভেন্দুকে ডাকেনি সিবিআই ৷ এরপরই তার ব্যাখ্য়া দিয়ে অভিষেক জানিয়েছিলেন, আসলে শুভেন্দু বিজেপিতে আছেন বলেই তাঁকে জেরা করতে নারাজ কেন্দ্রীয় এজেন্সি ৷

আর এর একদিন পর রবিবারই ফের সোশাল মিডিয়ায় সরব হয়েছে তৃণমূল ৷ এবার রীতিমতো বেশ কিছু নথির ছবি দিয়ে কুণাল ঘোষ টুইট করে লিখেছেন, সারদাকর্তার চিঠি অনুযায়ী, শুভেন্দুদের অন্যায় কথায বা চাপের মুখে কাঁথি পৌরসভায় বহুতল প্রকল্পে 50 লক্ষ টাকার ড্রাফট এবং বিপুল নগদ সারদা কর্তা দিয়েছিলেন। তিনি লিখেছেন, "যদি কাগজে কলমে জমার অংশও ধরি, ইডি কেন এসব তথ্য অ্যাটাচ করবে না ? আর এটা সত্যি হলে অধিকারী ব্রাদার্স গ্রেফতার হবে না কেন ? এই নথিগুলি দেখাতে মিডিয়ার কি বুকে ব্যথা করছে ?" এর সঙ্গেই কাঁথি পৌরসভার বেশ কিছু নথিও টুইট করেছেন কুণাল ঘোষ ৷ যদিও তা নিয়ে বিজেপি যে খুব একটা ভাবিত তা অবশ্য নয় ৷ শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছেন, সুদীপ্ত সেনের চিঠির গুরুত্ব দিতে তিনি নারাজ ৷ সেক্ষেত্রে তাঁর পালটা দাবি, নন্দীগ্রামের মানুষের ভোটেই সবটা প্রমাণিত ৷

আরও পড়ুন: কেন্দ্রের অধ্যাদেশের বিরুদ্ধে কেজরিওয়ালের পাশে নীতীশ, দিল্লিতে সাক্ষাৎ দুই নেতার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.