ETV Bharat / state

কয়লাপাচার কাণ্ডে বরাকরে ব্যবসায়ীর বাড়িতে সিবিআই হানা

author img

By

Published : Mar 16, 2021, 3:50 PM IST

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কয়লাকাণ্ডে ফের এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিল সিবিআই ৷ এদিন তার বরাকরের অফিস ও কারখানার পাশাপাশি কলকাতার অফিসেও হানা দেয় সিবিআই ৷

কুলটি, 16 মার্চ : কুলটির বরাকরে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ওরফে সিবিআই ৷ ব্যবসায়ীর নাম অমিত আগরওয়াল ৷ এদিন সকালে বরাকরের হনুমান চড়াই এলাকায় , জি টি রোডের ধারে অমিত ওরফে সনুর বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই ৷

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, কয়লাপাচার কাণ্ডের মূলচক্রী অনুপ মাঝি ঘনিষ্ঠ অমিত আগরওয়াল ৷ দুর্গাপুরে তার একটি ইস্পাত কারখানা আছে ৷ এছাড়া তার অন্যান্য ব্যবসাও রয়েছে ৷ এদিন তার দুর্গাপুরের অফিস ও কারখানার পাশাপাশি সিবিআই হানা দেয় তার কলকাতার শেক্সপিয়র সরণীর অফিসেও ৷ তবে এই তল্লাশির কারণ কী তা স্পষ্ট করেনি সিবিআই আধিকারিকরা ৷

আরও পড়ুন :দিলীপ ঘোষের ইস্তফা দাবি, হেস্টিংস কার্যালয়ে দফায় দফায় বিক্ষোভ বিজেপি কর্মীদের

এদিন বেআইনি কয়লা কারবার নিয়ে আসানসোল, কুলটি, রানীগঞ্জ, জামুড়িয়া সহ বিভিন্ন এলাকায় সিবিআই কয়লাপাচার চক্রের তদন্তে অভিযান চালায় ৷

বেআইনি কয়লা কাণ্ডের মূলচক্রী অনুপ মাজি ওরফে লালা ও তার সাগরেদ রত্নেশ ভার্মার সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আসানসোল সিবিআই কোর্ট। এরই মাঝে আজ সকালে অমিত আগরওয়ালের বাড়িতে হানা।

আরও পড়ুন: প্রার্থী নিয়ে বাড়ছে ক্ষোভ, রাজ্য নেতৃত্বের সঙ্গে রাতভর বৈঠক শাহর

প্রসঙ্গত, সম্প্রতি গরুপাচার কাণ্ডে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যরাজনীতি ৷ সেই পরিস্থিতিতেই সামনে আসে কয়লাপাচার চক্রের খবর ৷ অভিযোগ ওঠে, অনুপ মাঝি ওরফে লালা ইসিএলের কর্মী ও আধিকারিকদের একাংশের মদতে খনি থেকে কয়লা তুলে তা পাচার করছে দীর্ঘদিন ধরে ৷ এমনকি, এই ঘটনায় নাম জড়ায় শাসকদলের কয়েকজন নেতারও ৷ চক্রের শিকড় খুঁজতে ইতিমধ্যেই রাজ্যজুড়ে দফায় দফায় তল্লাশি চালিয়েছে সিবিআই ৷ যদিও এখনও পর্যন্ত লালাকে গ্রেফতার করতে পারেনি তারা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.