ETV Bharat / state

Painless Normal Delivery: নর্মাল ডেলিভারি অথচ নেই কোনও যন্ত্রণা, নজির গড়ল আসানসোল জেলা হাসপাতাল

author img

By

Published : May 16, 2023, 6:40 PM IST

Painless Normal Delivery
আসানসোল জেলা হাসপাতাল

নর্মাল ডেলিভারি অথচ কোনও যন্ত্রণা নেই ৷ আসানসোল জেলা হাসপাতালে প্রথমবার এক প্রসূতির উপর বিশেষ পদ্ধতি প্রয়োগ করে এভাবেই প্রসব করালেন চিকিৎসকরা ৷ ভালো আছে মা ও শিশু ৷

আসানসোল, 16 মে: নর্মাল ডেলিভারিতে সন্তানের জন্ম দিচ্ছেন মা । অথচ একফোঁটাও ব্যথা নেই । ভাবতে আশ্চর্য লাগলেও এমন কাণ্ডই ঘটল সরকারি হাসপাতালে । আসানসোল জেলা হাসপাতালে এই প্রথমবার 'পেইনলেস লেবার' বা ব্যথাহীন নর্মাল ডেলিভারি হল প্রসূতির । এই ডেলিভারির পর মা এবং শিশু দুজনই সুস্থ রয়েছেন বলে আসানসোল জেলা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ।

প্রসববেদনা এতটাই কষ্টকর হয় যে, অনেক প্রসূতি সাধারণ বা নর্মাল ডেলিভারি চান না । প্রসব যন্ত্রণা সহ্য করতে না পেরে অনেকেই অস্ত্রোপচার বা সিজারের মাধ্যমে সন্তান প্রসবের ইচ্ছেপ্রকাশ করেন । রোগীর পরিবারও অনেক ক্ষেত্রে সিজারই চান প্রসূতির যন্ত্রণা বা কষ্ট দেখে । এ বার এক ধরনের এমন পদ্ধতি আসানসোল জেলা হাসপাতালে দেখা গেল যে, নর্মাল ডেলিভারি হবে অথচ কোনও রকমের ব্যথা হবে না ।

রবিবার আসানসোল জেলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন নেহা খাতুন নামে এক প্রসূতি । আসানসোল জেলা হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার বিনীতা কুমারী এবং অ্যানাস্থেসিস্ট ডাক্তার ঋষিকেশ মিত্র ওই প্রসূতির উপরেই পরীক্ষা লব্ধভাবে এই পদ্ধতিটি প্রয়োগ করেন । আসানসোল জেলা হাসপাতালে এই প্রথমবার এই পদ্ধতি কোনও প্রসূতির উপর প্রয়োগ করা হল এবং তা সফল হয়েছে জানা গিয়েছে ।

জানা গিয়েছে, এপিডুরাল অ্যানাস্থেসিয়া পদ্ধতিতেই ওই প্রসূতির ব্যথাহীন নর্মাল প্রসব হয়েছে । এই অ্যানাস্থেসিয়া পদ্ধতিতে তলপেট থেকে পা পর্যন্ত অসাড় করে দেওয়া হয় । কিন্তু অসাড় হলেও রোগীর জ্ঞান থাকে টনটনে । শুধু তাই নয়, ডেলিভারির জন্য রোগী চাপ দিতেও সক্ষম হয় । সবই স্বাভাবিকভাবে হতে থাকে । শুধু ব্যথা হবে না । আর এই নজিরবিহীন চিকিৎসা পদ্ধতি এ বার আসানসোল জেলা হাসপাতালে প্রথমবার দেখা গেল ।

আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিলচন্দ্র দাস জানিয়েছেন, "সরকারি হাসপাতালে এই ধরনের পরিষেবা আমাদের এখানে প্রথমবার এবং আমাদের চিকিৎসক টিম খুব সফলভাবে এই কাজ করেছেন । আগামী দিনে আমরা আরো ব্যথাহীন প্রসব করাতে সক্ষম হব বলে আমাদের আশা । এর ফলে সাধারণ মানুষেরও ভরসা বাড়বে আসানসোল জেলা হাসপাতালের প্রতি ।"

শুধুমাত্র আসানসোল নয়, আসানসোলের আশপাশে বিভিন্ন শহর, এমনকী প্রতিবেশী জেলা বাঁকুড়া ও পুরুলিয়ার প্রান্তিক অঞ্চল থেকে এবং প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড থেকে প্রচুর পরিমাণে প্রসূতি আসানসোল জেলা হাসপাতাল আসেন প্রসবের জন্য । এই ব্যথাহীন প্রসব এ বার অস্ত্রোপচার বা সিজার বন্ধ করার ক্ষেত্রে এক অনন্য ভূমিকা পালন করবে বলে মনে করছে সাধারণ মানুষ ।

আরও পড়ুন: নবজাতকের মৃত্যুহ্রাসে দীর্ঘমেয়াদি উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের পথে ভারত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.