Anubrata Mondal: অনুব্রত মণ্ডলকে সংশোধনাগারে সিবিআই জেরা

author img

By

Published : Jan 19, 2023, 12:10 PM IST

Updated : Jan 19, 2023, 2:09 PM IST

Anubrata Mondal

আজ আসানসোলে সিবিআই-এর বিশেষ আদালতে শুনানি হয় গরুপাচার মামলায় অভিযুক্ত অনব্রত মণ্ডলের ৷ তার আগে সংশোধনাগারে পৌঁছে যান সিবিআই কর্তারা (Anubrata Mondal CBI interrogation) ৷

আসানসোলে বিশেষ সংশোধনাগারে সিবিআই আধিকারিকেরা পৌঁছলেন অনুব্রত মণ্ডলকে জেরা করতে

আসানসোল, 19 জানুয়ারি: গরুপাচার মামলায় বৃহস্পতিবার আসানসোল সিবিআই বিশেষ আদালতে অনুব্রত মণ্ডলের শুনানি ছিল৷ কিন্তু তার আগে আসানসোল সংশোধনাগারে পৌঁছে যায় সিবিআইয়ের তদন্তকারী দল ৷ শুনানির আগে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকরা । বৃহস্পতিবার সকালে কলকাতা থেকে আসা সিবিআই-এর বিশেষ প্রতিনিধি দল আসানসোল সংশোধনাগারে পৌঁছয় ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দু'জন প্রতিনিধি সংশোধনাগারের ভিতরে যান ৷ জানা গিয়েছে, তাঁরা অনুব্রত মণ্ডলকে জেরা করতে আসানসোলের সংশোধনাগারে এসেছেন ৷ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করে অবশ্য বেরিয়ে যান তাঁরা ৷ এরপরে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিক-সহ অন্যরা আসানসোল সিবিআই আদালতে কোর্টে যান । সেখানে অনুব্রত মণ্ডলের শুনানি হবে।

আরও পড়ুন: জেলে বসেই আধিকারিকদের হুমকি দিচ্ছেন অনুব্রত, বিস্ফোরক দাবি সিবিআই আইনজীবীর

গত 5 জানুয়ারি অনুব্রত মণ্ডলের শুনানি ছিল ৷ তখন সিবিআই বিচারকের কাছে আবেদন জানিয়েছিলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা যাতে সংশোধনাগারে গিয়ে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে পারে ৷ বিচারক সেই আবেদনে সাড়া দিয়ে জানিয়েছিলেন, নির্দিষ্ট সময়ে সিবিআই আধিকারিকরা প্রয়োজনমতো অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে পারেন ৷ কিন্তু 5 জানুয়ারির পর থেকে অনুব্রত মণ্ডল ফের আসানসোল সংশোধনাগারে রয়েছেন ৷ 5-18 জানুয়ারি- এই সময়ের মধ্যে সিবিআই একদিনের জন্যেও তাঁকে জিজ্ঞাসাবাদ করতে আসেনি বলেই জানা গিয়েছে ৷ তাই শুনানির দিন সংশোধনাগারে গিয়ে 'কেষ্ট'কে জেরা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা । যদিও কী জিজ্ঞাসাবাদ করা হয়েছে বা অনুব্রত মন্ডল প্রশ্নের উত্তর দিয়ে তদন্তে কতটা সহযোগিতা করেছেন, তা জানা যায়নি ৷ এই বিষয়গুলি হয়তো কোর্টে উত্থাপিত করতে পারে সিবিআই ৷

একদিকে গরু পাচার মামলায় (Cattle Smuggling Case) সিবিআই শুনানি ৷ অন্যদিকে ইডি তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে দিল্লি নিয়ে যেতে চায়, সেই আইনি প্রক্রিয়া চলছে ৷ হাইকোর্টে জামিনের জন্য আবেদন করা হলেও অনুব্রত মণ্ডলের জামিন হয়নি ৷ ফলে চাপে রয়েছেন বীরভূমের 'কেষ্ট' ৷ এরই মাঝে শুনানির দিন সকাল সকাল সিবিআই জেরার মুখে পড়তে হলে অনুব্রত মণ্ডলকে ৷ ফলে চাপ বাড়ল বই কমল না ৷

আরও পড়ুন: কেষ্ট ঘনিষ্ঠের হুঁশিয়ারি, 10 দিনের মাথায় এল ওসির বদলির নির্দেশ !

Last Updated :Jan 19, 2023, 2:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.