ETV Bharat / state

Durgapur Steel Plant: দুর্গাপুর ইস্পাত কারখানায় শাসক-দ্বন্দ্ব ঘিরে উত্তেজনা

author img

By

Published : May 5, 2023, 2:22 PM IST

Etv Bharat
শ্রমিক সংগঠনের গোষ্ঠীদ্বন্দ উত্তপ্ত দুর্গাপুর স্টিল প্ল্যান্ট

দুর্গাপুর ইস্পাত কারখানায় তৃণমূলের শ্রমিক সংগঠনের গোষ্ঠীদ্বন্দ ৷ শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি'র সংঘর্ষে উত্তপ্ত দুর্গাপুর ইস্পাত কারখানার সংলগ্ন আমরাই গ্রাম।

শ্রমিক সংগঠনের গোষ্ঠীদ্বন্দ্ব

দুর্গাপুর, 5 মে: ক্রমশই জটিল হচ্ছে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের পরিস্থিতি। শাসকদলের শ্রমিক সংগঠনের জেরে গোষ্ঠী সংঘর্ষ ক্রমশ বড় আকার নিচ্ছে ৷ সিটুর (সিআইটিইউ) হাত থেকে আইএনটিটিইউসির হাতে রদ বদলের পরেই তপ্ত পরিস্থিতি ৷ বর্তমানে শাসকদলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির মধ্যে গোষ্ঠী সংঘর্ষ দেখা দিয়েছে ৷

পশ্চিম বর্ধমানের আইএনটিটিইউসির সভাপতি মন্ত্রী মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটক । আর দুর্গাপুর ইস্পাত কারখানায় ঠিকা শ্রমিক সংগঠনের দেখভাল করেন প্রভাত চট্টোপাধ্যায় ৷ কিন্তু জেলার শ্রমিক সংগঠনে নতুন কমিটিকে তৈরি হওয়ার পর ইস্পাত কারখানার ভেতরে এবং বাইরে সংঘাতের বাতাবরণ তৈরি হয়েছে । শাসক দল যদি এই সংঘাতে লাগাম টানত না পারে তাহলে ভবিষ্যতে এই সংঘাত ভয়াবহ আকার ধারণ করতে পারে বলেও অভিমত রাজনৈতিক মহলের একাংশ।

বৃহস্পতিবার দুর্গাপুর ইস্পাত কারখানার তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মী সেখ কিতাবউদ্দিন-সহ বেশ কয়েকজনকে মারধরের অভিযোগ ওঠে সদ্য বহিষ্কৃত শ্রমিক নেতা শেখ শাহবুদ্দিন, শেখ আতাহার, শেখ আজিমউদ্দিন, শেখ রাজুর বিরুদ্ধে । শেখ কিতাবউদ্দিন দুর্গাপুর ইস্পাত কারখানার আরএইএমপি বিভাগের অস্থায়ী কর্মী ।

বৃহস্পতিবার কাজে যোগ দেওয়ার সময় তাকে মারধরের করার অভিযোগ উঠে । এরপরে ইস্পাত হাসপাতালে সার্জিক্যাল বিভাগে তাকে ভরতি করা হয় ৷ তাঁকে হাসপাতালে দেখতে আসেন তৃনমূল শ্রমিক নেতা দীম্পকর লাহা, প্রভাত চট্টোপাধ্যায় থেকে শুরু করে অন্যরা৷ এই প্রসঙ্গেই দীপঙ্কর লাহা বলেন, "যাঁরা সদ্য দুর্গাপুর ইস্পাত কারখানার ঠিকা শ্রমিক সংগঠন থেকে বহিষ্কৃত হয়েছেন তারাই অন্য শ্রমিকদের মারধর করেছেন । আমরা গোটা বিষয়টি দলীয় নেতৃত্বকে জানিয়েছি।" উল্লেখ্য, দুর্গাপুর ইস্পাত কারখানায় প্রায় 7 হাজার ঠিকা কর্মী কাজ করেন ।

অভিযুক্ত শ্রমিক নেতা শেখ শাহাবুদ্দিন বলেন, "পরিকল্পিতভাবে চক্রান্ত করে এইসব মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে । আমরা বৈধ কাগজপত্র সহকারে দুর্গাপুর স্টিল প্লান্টের আইএনটিটিইউসি সংগঠন চালাচ্ছি । কোনও ঠিকাদার বা কারখানা কর্তৃপক্ষের এবং শ্রমিকদের কোনও অভিযোগ আমাদের বিরুদ্ধে নেই । মিথ্যা অভিযোগ দিয়ে তাই আমাদেরকে ফাঁসানোর চক্রান্ত হচ্ছে । দু-তিনজনের মোবাইল ফোন ট্র্যাক করে দেখলেই এই চক্রান্তের ঘটনা ফাঁস হয়ে যাবে ।"

আরও পড়ুন: সিঙ্গুরে টাটার কারখানা ফের চালুর দাবি বিজেপি সমর্থিত শ্রমিক সংগঠনের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.