ETV Bharat / state

Ram Navami Procession in Durgapur: রামনবমীর মিছিলে শাসকদল থেকে গেরুয়া শিবির, একসঙ্গে হাঁটলেন কংগ্রেস নেতাও

author img

By

Published : Mar 30, 2023, 11:06 PM IST

রামনবমী যেন মিলিয়ে দিল সকলকে ৷ দুর্গাপুরে রামনবমীর মিছিলে দেখা গেল শাসকদল থেকে গেরুয়া শিবিরকে ৷ বাকি ছিল না কংগ্রেসও ৷ তবে দুর্গাপুর পৌরনিগম নির্বাচনকে সামনে রেখে একসঙ্গে পথচলা কিনা, প্রশ্ন তুলছেন জেলাবাসী ৷

Ram Navami
রামনবমী

রামনবমীর মিছিলে শাসকদল থেকে গেরুয়া শিবির

দুর্গাপুর, 30 মার্চ: সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে বৃহস্পতিবার দুর্গাপুরের রামনবমীর শোভাযাত্রায় পা মেলাতে দেখা গেল তৃণমূল, বিজেপি ও কংগ্রেস নেতৃত্বকে । ধর্মীয় অনুষ্ঠানে সামিল হওয়া নাকি আসন্ন দুর্গাপুর পৌরনিগম নির্বাচনে ভোটারদের নিজেদের শিবিরের দিকে টানাই উদ্দেশ্য ৷ যার জেরে দুর্গাপুরের মেইনগেট এলাকায় শাসকদলের নেতা থেকে বিজেপি, এমনকী কংগ্রেস নেতাকেও দেখা গেল একসঙ্গে রামনবমীর মিছিলে হাঁটতে । উঠছে সেই প্রশ্নই ৷ এদিন মিছিলে একদিকে অংশ নেন বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই ৷ অন্যদিকে তৃণমূল নেতা তথা দুর্গাপুরের পৌর প্রশাসক বোর্ডের সদস্য ধর্মেন্দ্র যাদব ও কংগ্রেস নেতা তরুণ রায় ।

প্রতিবারের মত এবছরও দুর্গাপুরের মেনগেট এলাকায় শোভাযাত্রা বের হয় । শোভাযাত্রা, বিভিন্ন অনুষ্ঠানর পাশাপাশি চলে লাঠি খেলা । শোভাযাত্রায় কয়েক হাজার মানুষ অংশ নিয়েছিল । অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়ন ছিল দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী । এই মিছিল নিয়ে সকাল থেকে ব্যাপক উৎসাহ দেখা যায় এলাকাবাসীদের মধ্যে । অণ্ডালের রামনবমী আখড়াকে ঘিরেও করা নজরদারি ছিল পুলিশ প্রশাসনের । কোনওরকম অশান্তি এড়াতে ড্রোন দিয়ে চলছে নজরদারি । তৎপর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটও ।

বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ ওয়ার্কশপ কলোনি থেকে বের হয় রামনবমীর শোভাযাত্রা। তাতে প্রায় হাজার খানেক ভক্ত ভিড় করেন । বাইক ও টোটো নিয়ে অণ্ডাল বাজার ঘুরে ফের ওয়ার্কশপ কলোনিতে এসে শেষ হয় আখড়া । ওয়ার্কশপ কলোনির আখড়ায় পা মেলাতে দেখা গেল তৃণমূলের রানীগঞ্জ সভাপতির রূপেশ যাদবকে । জায়গায় জায়গায় পুলিশি পাহারা ছিল চোখে পড়ার মতো । ছিলেন ডিসি পূর্ব কুমার গৌতম ৷ তাছাড়াও ছিলেন এসিপি অণ্ডাল ওমর আলি মোল্লা, অণ্ডাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক সান্তনু অধিকারী, ওসি ট্রাফিক এবং আরও অন্যান্য অফিসাররা । সুষ্ঠভাবে শেষ হয়েছে ওয়ার্কশপ কলোনির রামনবমীর আখড়া ।

উল্লেখ্য, দুর্গাপুরের মেইনগেট এলাকায় কয়েকদিন আগে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় । আজ সকাল থেকেই তাই এই এলাকায় করা পুলিশি পাহারা দেখা যায় । রাস্তায় নামানো হয় কমবাট ফোর্স । তবে সবচেয়ে নজর কেড়েছে রামনবমীর মিছিলে দুর্গাপুরে সমস্ত রাজনৈতিক রঙের মিলন । রাজনৈতিক ভেদাভেদ ভুলে শাসকদল, গেরুয়া শিবির এবং কংগ্রেসের নেতারাও পা মেলালেন একসঙ্গে । বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই বলেন, "সমস্ত ধর্মের মানুষ একসঙ্গে থেকে তাদের নিজেদের ধর্ম পালন করুন । আজ রামনবমী উপলক্ষে চরম উন্মাদনা গোটা বাংলা জুড়ে । দুর্গাপুরে তার ব্যতিক্রম হয়নি ।"

আরও পড়ুন: সুরাতের মন্দিরে 19 কেজি রামায়ণের সোনার প্রতিকৃতি, দর্শন মেলে কেবল রামনবমীতেই

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.