Agnimitra Slams Asansol IC: তৃণমূলের রবীন্দ্র-নজরুল জয়ন্তীতে আইসি, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন অগ্নিমিত্রার

author img

By

Published : Jun 4, 2023, 12:58 PM IST

Asansol

তৃণমূল আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে দেখা গেল থানার আইসিকে ৷ এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, এরপর আমজনতা তাঁর কাছ থেকে নিরপেক্ষতা আশা করবে কী করে ?

তৃণমূলের সাংস্কৃতির মঞ্চে আসানসোল থানার আইসি কৌশিক কুণ্ডু

আসানসোল, 4 জুন: রবীন্দ্র-নজরুল জয়ন্তীতে মঞ্চে উঠে ভাষণ দিলেন পুলিশের উচ্চ আধিকারিক ৷ তবে সাংস্কৃতিক অনুষ্ঠানটি ছিল স্থানীয় তৃণমল কংগ্রেস আয়োজিত ৷ আর এতেই বিতর্ক তৈরি হয়েছে ৷ এ নিয়ে পুলিশের আধিকারিককে আক্রমণ শানাল বিরোধী বিজেপি শিবির ৷ ঘটনাটি পশ্চিম বর্ধমানের আসানসোলের ৷

শনিবার রাতে আসানসোলের মহিশীলা এলাকায় দক্ষিণ থানার আইসি কৌশিক কুন্ডু স্থানীয় তৃণমূল নেতৃত্ব আয়োজিত রবীন্দ্র-নজরুল জয়ন্তী মঞ্চে বক্তৃতা দেন ৷ সেখানে পুলিশের এই আধিকারিক আবেগী হয়ে অনেক কিছু বলেও ফেলেন ৷ মানুষের পাশে দাঁড়াতে তাঁর ফোন নম্বরে যোগাযোগ করার আর্জি জানান ৷ কৌশিক আরও জানান যে, তাঁর চাকরিটি স্থানান্তরের ৷ তিনি আসানসোলে 14 মাস এসেছেন ৷ আর এরইমধ্যে এই শহরকে ভালোবেসে ফেলেছেন ৷ পুলিশ উচ্চ আধিকারিকের এই তৃণমূলের মঞ্চে ওঠা নিয়ে বিরোধী গেরুয়া শিবির প্রশ্ন তুলেছে ৷ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করেন ৷ তিনি বলেন, "পুলিশ হয়ে যদি তৃণমূলের মঞ্চে ওঠে, তবে মানুষ তাঁর কাছ থেকে নিরপেক্ষ সুবিচার কী করে আশা করবে ?"

আরও পড়ুন: রাজেন্দ্র খুনে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সিবিআই তদন্তের দরবার করবেন অগ্নিমিত্রা

তৃণমূলের এই সাংস্কৃতিক অনুষ্ঠােনের মঞ্চে ছিলেন মন্ত্রী মলয় ঘটক থেকে শুরু করে দলের স্থানীয় নেতারাও ৷ সেখানে আসানসোল দক্ষিণ থানার আইসি কৌশিক কুন্ডুকেও আমন্ত্রণ জানানো হয় । অনুষ্ঠানে তাঁকে সংবর্ধনা দেওয়া হয় ৷ কৌশিক কুণ্ডু বক্তৃতায় কোনও রাজনৈতিক প্রসঙ্গ না-তুললেও নিজের চাকরি জীবন, পুলিশি পেশা নিয়ে এবং আসানসোলকে তার ভালোবেসে ফেলার গল্প বলেন ৷

তৃণমূলের মঞ্চে কৌশিক কুণ্ডুর ওঠা নিয়ে তাঁকে কটাক্ষ করেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল ৷ একটি ভিডিয়ো বার্তায় তিনি পুলিশ আধিকারিককে কটাক্ষ করেন, তৃণমূলের মঞ্চে উঠে উনি সংবর্ধনা নিলেন, ভাষণ দিলেন ৷ এতে সাধারণ মানুষ কী ভাবল ? উনি কি আর নিরপেক্ষ ভাবে মানুষের কাজ করতে পারবেন ?

আরও পড়ুন: বিজেপি নেত্রী অগ্নিমিত্রার বিরুদ্ধে অভিযোগ, কেস ডায়েরি তলব হাইকোর্টের

অগ্নিমিত্রা মনে করেন কৌশি কুণ্ডু হয়ত সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন দাবি করে বিতর্ক থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে চাইবেন। এখানেই বিধায়কের প্রশ্ন, "আগামী দিনে বিজেপি যদি এরকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে তাহলে কৌশিকবাবু সেখানে আসবেন তো ?" এ বিষয়ে আসানসোল দক্ষিণ থানার আইসি কৌশিক কুন্ডুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, এটি কোনও রাজনৈতিক অনুষ্ঠান ছিল না ৷ সাংস্কৃতিক অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়ে তিনি অনেক জায়গাতে যান ৷ সেভাবেই এই অনুষ্ঠানে গিয়েছিলেন ৷ বিজেপির পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আমন্ত্রণ পেলে তিনি ভাবনা চিন্তা করে দেখবেন বলে জানিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.