ETV Bharat / state

কোরোনা সংক্রমণের মাঝেই জামুড়িয়ায় ডায়ারিয়ায় মৃত 2

author img

By

Published : Apr 17, 2020, 7:44 PM IST

2 people died due to diarrhoea in jamuria amid corona breakdown , west burdwan
কোরোনার প্রকোপের মাঝেই জামুরিয়ায় ডায়ারিয়ায় মৃত 2

কোরোনার সংক্রমণের মাঝেই এবার ডায়ারিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হল দু'জনের ।

জামুড়িয়া , 17 এপ্রিল : চারিদিকে কোরোনায় সংক্রমণের সংখ্যা ক্রমে বাড়ছে । আর তার মাঝেই এবার ডায়ারিয়ার আতঙ্ক ছড়াল জামুড়িয়ায় । ইতিমধ্যেই ডায়ারিয়ার আক্রান্ত হয়ে দু'জনের মৃত্যুও হয়েছে ৷ ডোবরানা গ্রাম পঞ্চায়েতের অর্জুন ধাওড়ার আদিবাসী পাড়ার ঘটনা ৷

গতরাতে ডায়ারিয়ায় আক্রান্ত সনাতন টুডুকে বাহাদুরপুর স্বাস্থ্য কেন্দ্র থেকে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছিল । কিন্তু জেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসার পরই তাঁর মৃত্যু হয় । আজ সকালে সেই খবর পেয়ে আদিবাসী পাড়ায় যান ডোবরানা গ্রাম পঞ্চায়েতের প্রধান বুধন গরাই । জামুড়িয়া ব্লকের ডোবরানা গ্রাম পঞ্চায়েতের অর্জুন ধাওড়ার আদিবাসী পাড়ার কয়েকজন বাসিন্দা বমি ও পেটে ব্যথা নিয়ে বাহাদুরপুর স্বাস্থ্য কেন্দ্রে ভরতি হয়েছিলেন ।

গ্রামের বাসিন্দারা বলেন , এলাকায় ডায়ারিয়ার প্রকোপ দেখা দিয়েছে । কয়েক দিন আগে একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে ৷ 14 এপ্রিল থেকে সনাতন টুডু নামে এক যুবক ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে ভরতি ছিলেন । এরপর আজ তার মৃত্যু হয় । ব্লক স্বাস্থ্য আধিকারিক রাজেশ সাহা বলেন, ওই যুবকের স্ত্রী ও সন্তানও ডায়ারিয়ায় আক্রান্ত ৷ তবে এখন তারা সুস্থ আছে । তিনি আরও বলেন, " ওই গ্রামে সব মিলিয়ে প্রায় 900 জন বাস করেন । ওই আদিবাসী এলাকার বাসিন্দারা একটি পুকুরের জল সব কাজেই ব্যবহার করে থাকেন । সেই জল কোনওভাবে দূষিত হয়ে যায় । আর তার থেকেই ডায়ারিয়ার সূত্রপাত । "

আসানসোল পৌরনিগমের জল বিভাগের মেয়র পারিষদ পূর্ণশশী রায় ওই এলাকায় পানীয় জল সরবরাহের ব্যবস্থা করেন । সবমিলিয়ে এলাকায় ডায়ারিয়াতে আক্রান্ত প্রায় 15 জন ৷ তারমধ্যে 14 জনই সুস্থ হয়েছেন ।

ডোবরানা গ্রাম পঞ্চায়েতের প্রধান বুধন গরাই বলেন, " কয়েকদিন ধরে এই এলাকায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে । প্রতিদিনই স্বাস্থ্যকর্মীরা এলাকার প্রতিটি বাড়িতে গিয়ে সকলের স্বাস্থ্য পরীক্ষা করছেন । দ্রুত ডায়ারিয়ার প্রকোপ রোধ করা হবে । এলাকার পানীয় জলের সমস্যা স্থায়ীভাবে সমাধানের চেষ্টা করা হচ্ছে । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.