ETV Bharat / state

ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, ধৃত যুবক

author img

By

Published : Sep 27, 2020, 3:41 PM IST

সূত্রের খবর, অভিযুক্ত ওই যুবক নিজেকে বিশ্বজিৎ বাঘ হিসেবে পরিচয় দেয় । এর আগেও আর কোনও ব্যক্তির কাছ থেকে সে টাকা নিয়েছিল কি না পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে ।

Nadia
Nadia

শান্তিপুর, 27 সেপ্টেম্বর : ঋণ পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা । ঘটনায় গ্রেপ্তার এক যুবক । নদিয়ার শান্তিপুর এলাকার ঘটনা । জানা গিয়েছে, ধৃতের নাম আক্রম আলি । আজ তাকে টিটাগড় এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ ।

জানা গিয়েছে, ধৃত ওই যুবক 'দিদিকে বলো' হেল্পলাইন নম্বরে ফোন ধরার কাজ করত । ওই হেল্পলাইন নম্বরে ফুলিয়ার বাসিন্দা বিশ্বজিৎ বিশ্বাস ফোন করেন । ব্যক্তিগত সমস্যার কারণেই বেশ কয়েক মাস আগে ফোন করেন তিনি । অভিযোগ, হেল্পলাইনে ফোন করার পর তাঁর ফোন ধরেন আক্রম আলি । ফোনেই তাঁকে ঋণ পাইয়ে দেওয়ার আশ্বাস দেয় আক্রম । এরপর আক্রমের সঙ্গে বেশ কয়েকবার দেখা করেন বিশ্বজিৎ । লোন পাইয়ে দেওয়ার জন্য আগাম 12 হাজার টাকা নেয় সে ।

বেশ কয়েকমাস হয়ে গেলেও আক্রম আলি আর বিশ্বজিতের সঙ্গে যোগাযোগ করেনি । এরপরই পুলিশের দ্বারস্থ হন বিশ্বজিৎ । শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি । অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে । গতকাল টিটাগড় থেকে অভিযুক্ত আক্রম আলিকে গ্রেপ্তার করে পুলিশ । এরপর ধৃতকে শান্তিপুর থানায় নিয়ে আসা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.