Two die in Accident: কালীগঞ্জে মর্মান্তিক বাইক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু, আহত দুই

author img

By

Published : Jan 18, 2023, 1:55 PM IST

Updated : Jan 18, 2023, 2:51 PM IST

Two die in Accident

নদিয়ার কালীগঞ্জে মর্মান্তিক পথ দুর্ঘটনায় (Road Accident) প্রাণ গেল দু’জনের ৷ গুরুতর জখম দুই ৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁরা চিকিৎসাধীন ৷

কালীগঞ্জে মর্মান্তিক বাইক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু

কালীগঞ্জ (নদিয়া), 18 জানুয়ারি: মর্মান্তিক বাইক দুর্ঘটনা ঘটল নদিয়ার কালীগঞ্জে (Bike Accident in Kaliganj) ৷ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের ৷ মৃতদের নাম সানিউল শেখ (18) ও রিপন শেখ (17) ৷ আহত হয়েছে দু’জন ৷ তারা আপাতত চিকিৎসাধীন ৷ তাঁদের অবস্থা আশঙ্কাজনক ৷ তাঁদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি ৷ অতিরিক্ত গতিবেগে বাইক চালানোর জন্যই এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের ৷ তাছাড়া মৃতদের কারও মাথায় হেলমেটও ছিল না বলে জানা গিয়েছে ৷

কীভাবে দুর্ঘটনা: প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, নদীয়ার (Nadia) কালীগঞ্জ থানার শেওড়াতলা এলাকায় বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটে । দেবগ্রাম থেকে কালীগঞ্জ রোড হয়ে শেওড়াতলায় নিজের বাড়িতে আসছিলেন সানিউল শেখ ও রিপন শেখ । শেওড়াতলায় এসেই হঠাৎ উল্টো দিক থেকে আসা একটি স্কুটির সঙ্গে ধাক্কা লাগে সানিউলের বাইকের । ঘটনাস্থলেই ছিটকে পড়ে যান তাঁরা দু’জন । উল্টো দিক থেকে আসা স্কুটিতে একটি শিশু-সহ চালক ছিটকে রাস্তায় পড়ে যান ।

ঘটনাস্থলেই সানিউল ও রিপনের মৃত্যু হয় ৷ স্কুটির চালক ও তাঁর সঙ্গে থাকা শিশুটির আঘাত গুরুতর ৷ তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷ তবে তাঁদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি ৷ তবে দুর্ঘটনার পরই ঘটনাস্থলে আসেন ওই দুই যুবকের পরিবারের লোকেরা ৷ তরতাজা দু’টি ছেলের প্রাণ যাওয়ায় শোকস্তব্ধ গোটা এলাকা ৷

দুর্ঘটনার কারণ কী: প্রাথমিকভাবে অতিরিক্ত গতিই দুর্ঘটনা কারণ বলে মনে করা হচ্ছে ৷ তাছাড়া সানিউল ও রিপনের মাথায় হেলমেট ছিল না ৷ ফলে মাথায় গুরুতর আঘাত লেগেই দু’জনের মৃত্যু বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ৷ তবে দুর্ঘটনার কারণ জানতে আরও কিছুটা সময় লাগবে বলে জানা গিয়েছে ৷

এদিকে ঘটনার পর কালীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যায় ৷ উদ্ধার করা হয় মৃতদেহ দু’টি ৷ দুর্ঘটনার জেরে ওই এলাকায় বেশ কিছুক্ষণ যানজটও হয় ৷ পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানা গিয়েছে ৷ রিপন শেখের কাকা মসিয়র রহমান জানান, সকালে সানিউল এসে রিপনকে ডেকে নিয়ে যায় ৷ বাইক নিয়ে বের হওয়ার দশ মিনিটের মধ্যেই খবর আসে দুর্ঘটনার ৷ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সব শেষ হয়ে যায় ৷

আরও পড়ুন: লরির ধাক্কায় মৃত্যু দম্পতির, আহত একমাত্র ছেলে

Last Updated :Jan 18, 2023, 2:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.