ETV Bharat / state

Santipur Teenager Drowned : মামার বাড়িতে এসে প্রথমবার গঙ্গায় নেমেই তলিয়ে গেল কিশোর

author img

By

Published : May 8, 2022, 8:13 AM IST

Updated : May 8, 2022, 10:07 AM IST

মামার বাড়িতে এসে দাদার সঙ্গে গঙ্গায় গিয়েছিল কিশোর আরিফ ৷ গঙ্গার ঘাটে বসে স্নান করতে দেখে তারও স্নানের ইচ্ছে হয় ৷ তাতেই ঘটল মর্মান্তিক দুর্ঘটনা (Santipur Teenager Drowned) ৷

Teenager died in Santipur River Ganges
গঙ্গায় স্নান করতে নেমে মৃত্যু হল কিশোর আসিফের

শান্তিপুর, 8 মে : মামার বাড়িতে এসে গঙ্গায় স্নান করতে নেমে মারা গেল 12 বছর বয়সী এক কিশোর ৷ জলে ডুবে মৃত্যুর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । জানা গিয়েছে, শান্তিপুর 9 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেড়পাড়া এলাকার কিশোর আরিফ শেখ শনিবার শান্তিপুরের মালঞ্চ এলাকায় মামার বাড়িতে বেড়াতে আসে (Santipur Teenager death due to drowning in River Ganges in Santipur) ।

এরপর মামার ছেলে আসিফ শেখ, আরেক বন্ধুকে সঙ্গে নিয়ে শান্তিপুর নৃসিংহপুর কালনা ঘাটের স্নানঘাটে স্নান করতে যায় । আসিফ শেখের বয়ান অনুযায়ী, সে প্রথমে স্নান করতে নামে এবং ঘাটে বসেছিল ভাই আরিফ ৷ পরে গরম লাগছে জানিয়ে আরিফও স্নানের বায়না করে ৷ সাঁতার না জানায় দাদা আসিফ তাকে ঘাটের কিনারে দাঁড়িয়ে স্নান করতে বলে ৷ সেই অনুযায়ী আরিফ ঘাটের ধারে জলে দাঁড়িয়ে ছিল ৷ আসিফ শ্যাম্পু করার আবদার জানালে আরিফ ও তার বন্ধু শ্যাম্পু কিনতে যায় ৷ তারা দু'জন ফিরে এসে আর আরিফকে দেখতে পায়নি ৷ স্নানঘাটের পাশেই আরিফের জুতো, জামা-প্যান্ট সাইকেলের উপরে পড়ে রয়েছে ।

শান্তিপুরে নৃসিংহপুর ফেরিঘাটে দাদার সঙ্গে গঙ্গায় এসেছিল 12 বছরের কিশোর আরিফ শেখ, ফেরা হল না

আরও পড়ুন : Youths drowned in River : বরাকর নদীতে ডুবে মৃত্যু দুই যুবকের

তখনই আসিফ পরিবারকে খবর দেয় ৷ ঘটনাস্থলে আসে পরিবার ও শান্তিপুর থানার পুলিশ । পুলিশের উপস্থিতিতে পরিবারের লোকজন ও স্থানীয়রা প্রাথমিকভাবে গঙ্গায় ওই কিশোরের দেহের খোঁজে তল্লাশি চালানো শুরু করে । অনেকক্ষণ পর গঙ্গা থেকে উদ্ধার হয় 12 বছর বয়সী কিশোর আরিফের দেহ । তড়িঘড়ি তাকে শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে জানান ।

পরিবারের দাবি, 12 বছর বয়সী ওই কিশোর সাঁতার জানত না ৷ মামার বাড়িতে গিয়ে এই প্রথম গঙ্গায় স্নান করতে নামে আসিফ এবং প্রথমবারেই দুর্ঘটনা । গঙ্গার জলে ডুবে কিশোরের মৃত্যু কীভাবে হল, তা মৃতদেহের ময়নাতদন্ত করে জানা যাবে ৷

Last Updated : May 8, 2022, 10:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.