ভোট-পরবর্তী হিংসা বর্ধমানে, হামলায় ঘরছাড়া বিজেপির 60 পরিবার

author img

By

Published : May 4, 2021, 11:39 AM IST

Updated : May 4, 2021, 2:30 PM IST

post poll vilence at burdwan, 60 bjp supporter families left home

ভোট পরবর্তী হিংসায় আতঙ্ক ছড়িয়েছে বর্ধমানে ৷ প্রাণে বাঁচতে বিজেপি সমর্থক প্রায় 60টি পরিবার শান্তিপুরে আশ্রয় নিয়েছেন ৷ অভিযোগের তির তৃণমূলের দিকে ৷

শান্তিপুর, 4 মে: বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে রাজনৈতিক হিংসা । এ বার সেই হিংসার শিকার একই গ্রামের 60টি পরিবার । রাতের অন্ধকারে নিজের জেলা ছেড়ে ভিটেমাটি ছেড়ে প্রাণে বেঁচে কোনওরকমে তারা আশ্রয় নিয়েছে নদিয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর এলাকায় ।

অভিযোগ, রাজ্যের নির্বাচনী ফলাফল ঘোষণা হওয়ার পরপরই বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত উদয়গঞ্জ গ্রামে রাজনৈতিক হিংসার শিকার হয় প্রায় 50 থেকে 60টি পরিবার । তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা খেলা হবে, ভয়ংকর খেলা হবে বলে স্লোগান দিয়ে ওই গ্রামে হামলা চালায় বলে অভিযোগ । অভিযোগ, একের পর এক বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর করা হয় ৷ বাড়িতে ঢুকে বিজেপি কর্মীদের পরিবারের একাধিক পুরুষ ও মহিলাদের মারধর করা হয়। এই ঘটনায় পরিবারের শিশুদেরকেও মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ তাই প্রাণে বাঁচতে রাতারাতি ওই 60টি পরিবার শান্তিপুর ব্লকের গয়েশপুরে আশ্রয় নিয়েছে বলে অভিযোগ ।

আরও পড়ুন: কেউ তাক লাগালেন, কেউ হতাশ করলেন; একনজরে তারকাদের মার্কশিট

আতঙ্কে ঘরছাড়া পরিবারেরা

গ্রামবাসীরা জানান, "আমরা এতটাই আতঙ্কের মধ্যে রয়েছি যে পরিবার নিয়ে কী করে গ্রামে ফিরব তা বুঝতে পারছি না । একাধিকবার বর্ধমান জেলার কালনা থানাকে ফোন করলেও সেখান থেকেও কোনও সুরাহা মিলছে না । তৃণমূলের লোকজন যেভাবে হুমকি দিচ্ছে গ্রামে গিয়ে এখন বসবাস করাটাই দায় হয়ে ঠেকেছে ৷ গ্রামে ঢুকলেই প্রাণে মেরে দেবে বলে হুমকি দিচ্ছে । ভোটের দিন সকাল থেকেই উদায়গঞ্জ গ্রামের আনাচে-কানাচে তাজা বোমা-সহ আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করতে থাকে তৃণমূলের লোকজন ৷ আমরা বিজেপি করি বলে ভোটের গণনা শেষ হতেই আমাদের উপরে হামলা চালায় ৷ কারণ আমরা বিজেপিকে সমর্থন করি । আমাদের ছোট ছোট বাচ্চা নিয়ে ঘরছাড়া হয়েছি ৷ কতদিন এ ভাবে পালিয়ে পালিয়ে থাকব ? প্রশাসন যেন এর সঠিক বিচার করে ৷ না-হলে গ্রামে ঢুকলে ওরা আমাদের প্রাণে মেরে ফেলবে ।"

Last Updated :May 4, 2021, 2:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.