ETV Bharat / state

Nadia Maoist Posters : দুই মাওবাদীর নামে পোস্টার দিল এনআইএ

author img

By

Published : May 25, 2022, 10:57 AM IST

Maoist Posters in Nadia
চাকদায় দুই মাওবাদীর নামে পোস্টার দিল এনআইএ

নির্মলা বিশ্বাস ও আমিরুদ্দিন আহমেদ নামে দুই মাওবাদীর নামে পোস্টার দিল এনআইএ (NIA released posters in name of two Maoists) ৷ এমনকী তাদের খোঁজ দিতে পারলে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা বলা হয়েছে ৷

নদিয়া, 25 মে : চাকদা থানার পুলিশকে সঙ্গে নিয়ে ন্য়াশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (NIA) অফিসারেরা কল্যাণী ব্লকের সরাটি গ্রাম পঞ্চায়েতের কালীপুর এলাকায় নির্মলা বিশ্বাস ও আমিরুদ্দিন আহমেদ নামে দুই মাওবাদীদের খোঁজে যান (NIA released posters in name of two Maoists) । তবে কাউকে পাওয়া যায়নি এদিন । এলাকায় খোঁজখবর নিয়ে তাঁরা জানতে পারেন অভিযুক্তরা আর সেখানে থাকেন না । এরপরই ফেরার নির্মলা বিশ্বাস ও আমিরুদ্দিন আহমেদের নামে পোস্টার দেওয়া হয় ৷ পোস্টারে বলা হয়েছে এদের সন্ধান দিতে পারলে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে । প্রসঙ্গত, বর্তমানে নির্মলা বিশ্বাসের বয়স 51 ও আমিরুদ্দিন আহমেদের বয়স 52 বছর ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছ, অসমের গুয়াহাটিতে 20 বছরের পুরনো একটি মাওবাদী হামলার ঘটনায় এর আগেও বিভিন্ন রাজ্যের পুলিশ এই দুই অভিযুক্তের খোঁজে এলাকায় এসেছিল । জানা যায়, চাকদা থানা সারাটি গ্রামের বাসিন্দা নির্মলা বিশ্বাস দীর্ঘ 18 বছর ধরে সেখানে আর থাকে না । বিভিন্ন বিস্ফোরণ কাণ্ডে তদন্তে নেমে এনআইএ এদিন ওই এলাকায় তদন্ত করতে যায় । দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর বিভিন্ন জায়গায় এনআইএ পোস্টার মারতে শুরু করে । যেখানে নির্মলা বিশ্বাস-সহ আরও একজনের ছবি দিয়ে লেখা রয়েছে, এরা মাওবাদী, খোঁজ দিতে পারলে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে ।

চাকদায় দুই মাওবাদীর নামে পোস্টার দিল এনআইএ

আরও পড়ুন : Maoist poster at Sarenga : খেলা হবে তৃণমূল নেতাদের সঙ্গে, সারেঙ্গায় মাও পোস্টার

যদিও নির্মলা বিশ্বাসের পরিবারের দাবি, বহু বছর ধরে তারা বাড়িতে না থাকলেও তার এক জামাইবাবুর কারণে সে মাওবাদী সংগঠনে যোগ দিতে পারে । তার কারণ মাওবাদী কার্যকলাপের অভিযোগে তার জামাইবাবুর 10 বছর জেল হয়েছিল । তবে নির্মলা বিশ্বাসের এই পরিচয় পেয়ে অবাক এলাকাবাসী এবং পরিবারের লোকজন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.