Maoist poster at Sarenga : খেলা হবে তৃণমূল নেতাদের সঙ্গে, সারেঙ্গায় মাও পোস্টার

author img

By

Published : Apr 26, 2022, 12:44 PM IST

Updated : Apr 26, 2022, 1:31 PM IST

সারেঙ্গায় মাওবাদী পোস্টার ঘিরে চাঞ্চল্য়
Maoist poster at Sarenga ()

এলাকায় মাওবাদী পোস্টার ঘিরে চাঞ্চল্য় ছড়াল (Sarenga Maoist poster) ৷ ঘটনাটি বাঁকুড়ার সারেঙ্গা থানার গোয়ালবাড়ি অঞ্চলের আঁধারিয়ার ৷ পোস্টারে লেখা, কিষেণজি অমর রহে ৷

বাঁকুড়া, 26 এপ্রিল: মঙ্গলবার সকালে বাঁকুড়ার সারেঙ্গা থানার গোয়ালবাড়ি অঞ্চলের আঁধারিয়া এলাকায় মাওবাদী পোস্টার দেখতে পান স্থানীয় বাসিন্দারা (Sarenga Maoist poster)। তার কোনটিতে লেখা, ‘আমাদের নেতা কিষেণজির মৃত্যুর বদলা চাই । বর্তমান সরকারি কর্মচারীরা যেসব দুর্নীতি করে চলেছে তাদের বলছি, তোমাদের সময় শেষ হয়ে গিয়েছে। বল হরি, হরি বল ।’ কোনওটাতে লেখা, ‘খেলা হবে, খেলা হবে । এবার তো আমরা খেলব টিএমসি নেতাদের সঙ্গে । বল হরি, হরি বল।’ সাদা কাগজের উপর লালকালিতে লেখা এই পোস্টারের প্রেরকের জায়গায় লেখা সিপিআই (মাওবাদী) ।

আরও পড়ুন : ঝাড়গ্রামে পোস্টার রহস্য ফাঁস, মাও যোগ সন্দেহে হাতনাতে পাকড়াও দম্পতি

স্থানীয় সূত্রে খবর, পোস্টার পড়ার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে যায় সারেঙ্গা থানার পুলিশ । পোস্টারগুলি উদ্ধার করা হয়েছে ৷ এ বিষয়ে পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে । গত কয়েকদিন ধরে মাওবাদীদের ভয়ে কাঁটা হয়ে রয়েছেন জঙ্গলমহলের বাসিন্দারা । তৃণমূল নেতা ও পুলিশকে হুমকি দেওয়া একাধিক পোস্টার উদ্ধার হয়েছে । কিছুদিন ঝাড়গ্রামের চন্দ্রী এলাকায় চলেছে গুলিও ৷ সেই গুলিতে জখম হয়েছেন এক যুবক ।

সারেঙ্গায় মাওবাদী পোস্টার ঘিরে চাঞ্চল্য়

গত সপ্তাহে ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া ফাঁড়ির রামকৃষ্ণ বাজার এবং সরডিহা স্টেশন সংলগ্ন একটি দেওয়ালে মাওবাদীদের নামে দু‘টি পোস্টার চোখে পড়ে স্থানীয়দের । তাতে 'কিষেণজি অমর রহে' বলে উল্লেখ করে 'খেলা হবে' বার্তা দেওয়া হয় । পোস্টারে লেখা ছিল, 'এতদিন তৃণমূল খেলেছে জনগণের সঙ্গে, এবার মাওবাদী খেলবে তৃণমূল নেতার সঙ্গে ।' এদিনের এই পোস্টার উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ।

Last Updated :Apr 26, 2022, 1:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.