ETV Bharat / state

JU Student Death: স্বপ্নদীপের মৃত্যুর প্রতিবাদে বগুলায় পথ অবরোধ প্রতিবেশী ও ছাত্রছাত্রীদের

author img

By

Published : Aug 11, 2023, 2:13 PM IST

Updated : Aug 11, 2023, 3:23 PM IST

JU Student Death
বগুলায় পথ অবরোধ

Road Blocked in Nadia protesting JU Student Death: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর প্রতিবাদে তাঁর বাসস্থান বগুলায় পথ অবরোধ করলেন প্রতিবেশী ও এলাকার ছাত্রছাত্রীরা ৷

স্বপ্নদীপের মৃত্যুর প্রতিবাদে বগুলায় পথ অবরোধ

বগুলা, 11 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর রহস্যমৃত্যুর প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করলেন তাঁর এলাকার ছাত্রছাত্রী ও প্রতিবেশীরা । শুক্রবার নদিয়ার রাস্তায় দফায় দফায় চলল রাস্তা অবরোধ ৷

কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর বাড়ি নদিয়ার বগুলায় ৷ বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলের ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় তাঁর । যদিও স্বপ্নদীপের মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা । তিনি আত্মহত্যা করেছেন, নাকি তাঁকে কেউ ধাক্কা মেরে ফেলে দিয়েছে, তার তদন্ত করছে পুলিশ ৷ এরই মধ্যে মাথাচাড়া দিয়েছে ব়্যাগিং-এর অভিযোগ ৷ স্বপ্নদীপ যাবদপুর বিশ্ববিদ্যালয়ের ব়্যাগিং সংস্কৃতির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাই ৷ স্বপ্নদীপের মৃত্যুর পর বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন প্রাক্তন পড়ুয়া ব়্যাগিং-এর বিরুদ্ধে মুখ খুলেছেন ৷

এই ঘটনায় গোটা রাজ্যজুড়ে তোলপাড় পড়ে গিয়েছে ৷ ক্ষোভে ফুঁসছে স্বপ্নদ্বীপের এলাকা নদিয়া ৷ তাঁর মৃত্যুর প্রতিবাদে শুক্রবার বেলা 11টায় বগুলা স্কুলের ছাত্রছাত্রী এবং পাড়া-প্রতিবেশী ও সাধারণ মানুষ একত্রিত হয়ে পথে নামেন ৷ বগুলা কলেজ থেকে বগুলা হাইস্কুল পর্যন্ত তাঁরা বিক্ষোভ মিছিল বের করেন । স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর জন্য যাঁরা দায়ী, তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তাঁরা ।

আরও পড়ুন: যাদবপুরে ছাত্রমৃত্যুতে হস্টেলের আধিকারিক ও ডিন অফ স্টুডেন্টকে তলব লালবাজারের

অন্যদিকে, বিক্ষোভকারীদের একাংশের দাবি, ছেলেমেয়েদের উচ্চশিক্ষিত করার জন্য সব বাবা-মায়েরাই চেষ্টা করেন ৷ একইভাবে স্বপ্নদীপের স্বপ্নপূরণের জন্য তাঁর বাবা-মাও চেষ্টা করেছিলেন ৷ কোনও রকমে সংসার চালিয়ে স্বপ্নদীপকে তাঁরা কলকাতার নামী বিশ্ববিদ্যালয় যাদবপুরে ভর্তি করেন ৷ প্রতিবেশীদের অভিযোগ, "এইভাবে স্বপ্নদীপের মৃত্যু হতে পারে না, তাঁকে চক্রান্ত করে মেরে ফেলা হয়েছে ৷ আমরা এর তীব্র ধিক্কার জানাচ্ছি । আর দোষীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি ।"

Last Updated :Aug 11, 2023, 3:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.