ETV Bharat / state

Nadia Student Missing : নদিয়ায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ সপ্তম শ্রেণির ছাত্রী

author img

By

Published : Mar 16, 2022, 11:09 PM IST

নদিয়ার শান্তিপুর থানা এলাকায় নিখোঁজ সপ্তম শ্রেণির ছাত্রী ৷ মঙ্গলবার সে স্কুল যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় ৷ তারপর আর ফেরেনি সে (Nadia Student Missing) ৷

Nadia News
নদিয়ায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ সপ্তম শ্রেণির ছাত্রী

নদিয়া, 15 মার্চ : স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ সপ্তম শ্রেণির ছাত্রী (Nadia Class seven student goes missing)। ঘটনাটি ঘটে নদিয়ার শান্তিপুর থানা এলাকায় ৷ নাবালিকা পাচারের অভিযোগ দায়ের করেছে পরিবার ৷

আরও পড়ুন : মালদায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ নবম শ্রেণির দুই ছাত্রী

জানা যায়, বাবলা গ্রাম পঞ্চায়েতের বাবলা সর্দার পাড়ার বাসিন্দা ওই ছাত্রী ৷ সে শান্তিপুর শরৎকুমারী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির পড়ুয়া ৷ প্রতিদিনের মতোই মঙ্গলবারও সে স্কুল যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় । কিন্তু বাড়ি ফেরার সময় হয়ে গেলেও সে আর ফেরেনি । খোঁজাখুজির পর না পেয়ে অবশেষে থানার দ্বারস্থ হন ওই পরিবার । তাঁরা লিখিত অভিযোগ দায়ের করে ৷ পরিবারের অভিযোগ, জোড়াকালি তলার বাসিন্দা বড়োবুড়ো মণ্ডল ভাঙ্গারির কাজ নিয়ে জন্য ওই এলাকায় যেতেন । সে ওই নাবালিকাকে বিরক্ত করত ৷ ওই ছাত্রী নিখোঁজ হওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্ত ব্যক্তিরও পাত্তা পাওয়া যাচ্ছে না ৷ তাঁদের দাবি মেয়েকে পাচারের উদ্দেশ্যে কোথাও নিয়ে গিয়েছে ।

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.