ETV Bharat / state

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মীদের বিক্ষোভ, লিখিত অভিযোগ জমা শিশু বিকাশ প্রকল্পের অফিসে

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 11, 2024, 5:35 PM IST

ICDS Worker Agitation
অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মী ও সহকারীদের বিক্ষোভ

ICDS Worker Agitation: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মী ও সহকারীদের বিক্ষোভ ৷ বেশ কয়েকঘণ্টা নদিয়ার তেহট্ট এক নম্বর ব্লকের সামনে বিক্ষোভ দেখান তাঁরা ৷

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মীদের বিক্ষোভ

নদিয়া, 11 জানুয়ারি: একাধিক দাবিতে শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের অফিসের সামনে বিক্ষোভে সামিল অঙ্গনওয়াড়ি কর্মী ও সহকর্মীরা। বৃহস্পতিবার নদীয়ার তেহট্টের 1 নম্বর ব্লকের সামনে বেশ কয়েকঘণ্টা বিক্ষোভ দেখান তাঁরা। অঙ্গনওয়াড়ি কর্মীরা তাঁদের সমস্যার কথা লিখিত ভাবে জানান সিডিপিও আধিকারিককে ৷ অভিযোগ, তাঁরা ঠিক মতো ডিম ও সবজির দাম পাচ্ছেন না ৷ তার উপর কাজের চাপও বেড়ে গিয়েছে ৷ তাই নায্য টাকা তাঁরা পাচ্ছেন না ৷ তাই দাবি আদায়ে এই বিক্ষোভ দেখান অঙ্গনওয়ারি কর্মী ও সহকারীরা ৷

বিক্ষোভকারীদের অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যে ডিম ও সবজি শিশুদের জন্য বরাদ্দ হয় তা মূলত কর্মীদের নিজেদের পয়সা খরচ করে কিনতে হয় ৷ মাসের শেষে সেই টাকা সরকারের পক্ষ থেকে দেওয়া হয় ৷ নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও সেই টাকা তাঁরা পান না ৷ অথচ আরও তাঁদের বেতনও বেশি নয় ৷ এমনকী বিক্ষোভকারীরা আরও দাবি করেন, ডিম এবং সবজির দাম যে হারে বৃদ্ধি পেয়েছে সেই তুলনায় অনেকটাই কম টাকা দেয় সরকার। সেই কারণে অনেক সময় নিজেদের টাকা বেশ কিছুটা অংশ ব্যয় হয়ে যায় ।

বিক্ষোভে উপস্থিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি সচি সরকার বলেন, "দীর্ঘদিন ধরে কোনও অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নেই এই এলাকায় । আমাদের প্রয়োজন পড়লেই আসতে হয় ৷ প্রাইমারি স্কুলের এবং হাই স্কুলের মিড ডে মিলের টাকা আগেই পেয়ে যায় সরকারি তরফ থেকে । কিন্তু আমরা পাই না ৷" তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল অনলাইনে বিভিন্ন কাজকর্মের জন্য প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণিকে একটি করে স্মার্ট ফোন কেনার টাকা দেবে সরকার। কিন্তু নিজেদের মোবাইলে সেই কাজ করতে হচ্ছে। স্মার্ট ফোন কিনে দেওয়ার জন্য কোনও টাকা দেওয়া হয়নি ।

বিক্ষোভকারীরা আরও জানান, শিশু বিকাশ প্রকল্পের আধিকারিককে বিষয়টি জানাতে গেলে অপাসঙ্গিক মন্তব্য করে আমাদের হেনস্থা করা হয়। দ্রুত এই সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন তাঁরা ৷ না-হলে আগামি দিনে আরও বড় আন্দোলনে নামবেন বলেও জানান অঙ্গনওয়াড়ি কর্মীরা ।

আরও পড়ুন:

  1. সাপ-ব্যাঙের স্বর্গরাজ্য, 80-রও বেশি পড়ুয়া থাকলেও জরাজীর্ণ অবস্থা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের
  2. অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদের চাঙড় ভেঙে পা ভাঙল খুদে পড়ুয়ার
  3. পানীয় জল ও বিদ্যুৎহীন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ভেঙে পড়েছে ছাউনি, আতঙ্কে স্থানীয়রা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.