ETV Bharat / state

জমি বিবাদের জের, ধানের জমিতে এলোপাথাড়ি ধারালো অস্ত্রের কোপ কৃষককে !

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 29, 2023, 6:58 PM IST

Man Hacked to Death: কলকাতার পর এবার চাপড়ায় ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ ৷ বুধবার সকালে জমি থেকে রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ ৷

Man Hacked to Death
জমি নিয়ে বচসার জেরে খুন

ধানের জমিতে এলোপাথাড়ি ধারালো অস্ত্রের কোপ কৃষককে !

চাপড়া, 29 নভেম্বর: জমি নিয়ে বিবাদের জের ৷ ধানের জমিতে ফেলে কৃষককে কোপানোর অভিযোগ ৷ এলোপাথাড়ি ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গিয়েছে সাধন বিশ্বাসের ৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানার সাতমাইল ঢাকা পাড়া এলাকার । মৃত ওই এলাকারই বাসিন্দা ৷ বয়স আনুমানিক 55 বছর ।

জানা গিয়েছে, অন্যদিনের মতো বুধবার সকালে জমিতে ধান পাহারা দিতে যান সাধন । সেই সময় হঠাৎ বাড়িতে খবর আসে জমিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তিনি । খবর পেয়ে ঘটনাস্থলে আসে চাপড়া থানার পুলিশ । দেহটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় । আজই ময়নাতদন্তের জন্য দেহটি শক্তিনগর জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ।

মৃতের স্ত্রী পদ্ম বিশ্বাস জানান, দীর্ঘদিন ধরেই প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে তাঁদের জমি নিয়ে বচসা চলছিল । অভিযোগ, মৃত সাধন বিশ্বাসের জমি নিজেরা বেআইনিভাবে রেকর্ড করে অন্য জায়গায় বিক্রি করে দিয়েছিল ওই প্রতিবেশী । জমি নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয় ৷ সেই মামলায় সাধন জামিনও পেয়ে যান বলে জানান তাঁর স্ত্রী । সেই শত্রুতা থেকেই সাধন বিশ্বাসকে খুন করা হয়েছে বলে স্ত্রীর অভিযোগ । তিনি বলেন, এই খুনের পিছনে যারা জড়িত পুলিশ তদন্ত করে তাদের উপযুক্ত শাস্তি দিক ।

অন্যদিকে পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের ঘটনায় তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ । যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার করা হয়নি । এ বিষয়ে কৃষ্ণনগর জেলা পুলিশ সুপার কে অমরনাথ বলেন, "এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি । তবে অভিযুক্তদের গ্রেফতারের উদ্দেশ্যে তদন্ত চলছে ৷"

আরও পড়ুন:

  1. শহরে পরপর ধারালো অস্ত্র নিয়ে হামলা, এবার চিংড়িঘাটায় কাঁচি দিয়ে কুপিয়ে খুন যুবককে !
  2. পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে কুপিয়ে খুন, পলাতক অভিযুক্ত স্বামী
  3. চিৎপুর-ময়দান-চিংড়িঘাটার পর এবার লেদার কমপ্লেক্সে ব্যক্তিকে কুপিয়ে খুন!
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.