Woman Serves Leftover Food To Needy: বিয়ের বেঁচে যাওয়া খাবার গরিবদের খাওয়ালেন মহিলা, কুর্নিশ নেটপাড়ার

author img

By

Published : Dec 6, 2021, 3:21 PM IST

Bengal Woman Serves Leftover Food From Wedding To The Needy people, Social media applauds

বিয়েবাড়ির বেঁচে যাওয়া খাবার গরিবদের খাওয়ালেন এক মহিলা (Woman Serves Leftover Food)৷ শাড়ি-গয়না পরে স্টেশনে খাবার নিয়ে গিয়ে নিজে হাতে তা পরিবেশন করে দেন তিনি ৷ তাঁর এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন নেট নাগরিকরা ৷

রানাঘাট, 6 ডিসেম্বর: বিয়ের সিজন চলছে ৷ হাল ফ্যাশনে গা ভাসিয়ে চলছে প্রি-ওয়েডিং শুট ৷ সাজ-পোশাকে তারকাদেরও হার মানানোর হিড়িক তো আছেই ৷ বর-কনে থেকে অতিথি - কেতাদুরস্ত ফ্যাশন ও এলাহি খাওয়া-দাওয়ার আয়োজনে বিবাহ বাসর হয়ে ওঠে আনন্দ নিকেতন ৷ তবে সেই আলো ঝলমলে বাড়িটার দিকে চেয়ে থাকা গরিব-গুর্বো মানুষগুলোর পেটের ক্ষিদে কোথায় যেন চাপা পড়ে যায় গ্ল্যামারের পরতে পরতে ৷ সেই স্রোতের বিপরীতে হেঁটে ভাইয়ের বিয়ের পোলাও, মাংস নিজে হাতে রাস্তার ধারের মানুষগুলোকে খাওয়ালেন রানাঘাটের এক মহিলা ৷ তাঁর এই অভিনব উদ্যোগ মন জয় করে নিয়েছে নেট নাগরিকদের (Social media applauds woman)৷

আরও পড়ুন: প্যানডেমিকে গরিব মানুষদের সাহায্যার্থে 20 শতাংশ বেতন দেওয়ার সিদ্ধান্ত শিক্ষকের

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কয়েকটি ছবি ৷ সেখানে দেখা যাচ্ছে, বেনারসী শাড়ি, গয়নায় বিয়ের সাজে থাকা এক মহিলা (Ranaghat woman) বড় বড় পাত্রে বিয়েবাড়ির খাবার-দাবার নিয়ে হাজির হয়েছেন স্টেশনে (Woman Serves Leftover Food To Needy) ৷ সেখানকার গরিব মানুষদের ডেকে ডেকে থালায় ভাল-মন্দ খাবার পরিবেশন করে দিচ্ছেন তিনি ৷ এমন ভুরিভোজে মহানন্দে যেন পিকনিক করছেন দু‘বেলা পেট ভরে খেতে না পাওয়া মানুষগুলো ৷

আরও পড়ুন: গরিব মানুষের পাশে দাঁড়াল মেদিনীপুর টাউন হ্যান্ডিক্যাপড ওয়েলফেয়ার সোসাইটি

বিয়েবাড়ির চিত্রগ্রাহক নীলাঞ্জন মণ্ডল রাত একটা নাগাদ রানাঘাট স্টেশনের এই মন ছুঁয়ে যাওয়া দৃশ্য ক্যামেরাবন্দি করে রেখেছেন ৷ জানা গিয়েছে, ওই মহিলার নাম পাপিয়া কর ৷ তাঁর ভাইয়ের বিয়ের রিসেপশনে প্রচুর খাবার বেঁচে গিয়েছিল ৷

তাই সেই খাবার নিয়ে মাঝরাতেই সোজা স্টেশনে চলে যান পাপিয়া ৷ আট থেকে আশি, রিকশাচালক থেকে ভিখারি, সবাইকে ডেকে ডেকে পোলাও, মাংস, মাছের কালিয়া পরিবেশন করলেন তিনি ৷ এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায় ৷ তাঁর এই জনদরদী মনকে কুর্নিশ জানিয়েছেন নেট নাগরিকরা ৷ সবাই যদি পাপিয়ার মতো করে একটু এগিয়ে আসেন, তাহলে আমাদের দেশের পিছিয়ে পড়া মানুষদের জীবনযাত্রাটা কিছুটা সুখকর হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.