ETV Bharat / state

প্রচারে বেরিয়ে ফুটবল খেললেন কৃষ্ণনগর দক্ষিণের বিজেপি প্রার্থী

author img

By

Published : Mar 24, 2021, 2:41 PM IST

ফুটবলের খেলার মধ্যে দিয়ে প্রচার শুরু করলেন প্রার্থী
ফুটবলের খেলার মধ্যে দিয়ে প্রচার শুরু করলেন প্রার্থী

মাঠে ফুটবল পায়ে দেখা গেল বিজেপি প্রার্থী মহাদেব সরকার । শাসকদলের "খেলা হবে" তা ভয়ঙ্কর, কিন্তু সুন্দর সুস্থ সমাজ গড়ার খেলা ফুটবল জানালেন তিনি ।

কৃষ্ণনগর, 24 মার্চ : একদিকে রাজ্যের শাসক দলের নেতৃত্বের মুখে "খেলা হবে" ধ্বনি । অন্যদিকে মাঠে ফুটবল পায়ে দেখা গেল কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মহাদেব সরকারকে । মহাদেব সরকারকে কৃষ্ণনগরের অরবিন্দ নগর স্কুল ময়দানের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ফুটবল নিয়ে ছোটাছুটি করতে দেখা গেল আজ সকালে । প্রীতি ফুটবল ম্যাচের মধ্যে দিয়ে প্রচারে নামেন তিনি ।

আরও পড়ুন : 2 মে দিদি যাচ্ছে, আসল পরিবর্তন আসছে: কাঁথিতে মোদি

আজ সকালে মাঠ মাতালেন বিজেপি প্রার্থী মহাদেব সরকার । আর তাঁকে এভাবে দেখতে এলাকাবাসীরা ঘর ছেড়ে ময়দানে এসে পড়ে । এমন কী সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাসকদলকে বিঁধে তাঁকে বলতে শোনা গেল, "এ খেলা ভয়ঙ্কর নয় । স্বাস্থ্য ও সুন্দর সমাজ গড়ে তোলার খেলা ।"

প্রচারে বিজেপি প্রার্থীর ফুটবলে শট । দেখুন ভিডিয়ো...

তাঁর এই নির্বাচনী প্রচারে বাড়তি অক্সিজেন ছিল স্থানীয়রা । দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে । যাই হোক, ভোটের ময়দানে তাঁর প্রতিপক্ষ উজ্জ্বল বিশ্বাস । তবে তৃণমূলের "খেলা হবে" স্লোগান প্রসঙ্গে তিনি বলেন, "রাজ্যের শাসক দল বলছে "খেলা হবে" । ভয়ঙ্কর খেলা । কিন্তু খেলা কখনো ভয়ঙ্কর হয় না । আমরা খেলা করব সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে, স্বাস্থ্য এবং মানবিক চেতনা বাড়িয়ে তোলার লক্ষ্যে । আর সেই লক্ষ্যে আমরা পৌঁছাব ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.