ETV Bharat / state

Bengal Civic Polls Result 2022 : সবুজ ঝড় থমকাল তাহেরপুরে, দূর্গ রক্ষা বামেদের

author img

By

Published : Mar 2, 2022, 4:18 PM IST

Updated : Mar 2, 2022, 5:05 PM IST

তাহেরপুর পৌরসভা নিজেদের দখলে রাখতে সফল হল বামেরা (Left Front Win Taherpur Municipality) ৷ গোটা রাজ্যে যেখানে সবুজ ঝড়ে প্রধান বিরোধী দল বিজেপির অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ সেখানে বিধানসভা ভোটে ধুলিসাৎ হয়ে যাওয়া বামেরা নিজেদের একমাত্র পৌরসভা দখলে রেখেছে (Bengal Civic Polls Result 2022) ৷ 13 আসনের পৌরসভায় 8টিতে জিতেছে বামেরা ৷ তৃণমূল 5টি আসনে জিতেছে ৷

bengal-civic-polls-result-2022-left-front-win-taherpur-municipality
Bengal Civic Polls Result 2022 Left Front Win Taherpur Municipality

তাহেরপুর (নদিয়া), 2 মার্চ : রাজ্যের পৌরসভা ভোটে (Bengal Civic Polls Result 2022) তৃণমূলের জয়জয়কার ৷ 108টি পৌরসভার মধ্যে 102টি নিজেদের দখলে রেখেছে শাসকদল ৷ এই ব্যাপক সবুজ ঝড়ের মাঝে একটুকরো লালমাটির খোঁজ পাওয়া গেল নদিয়ার তাহেরপুর পৌরসভায় ৷ 13টি ওয়ার্ডের পৌরসভার 8টিতে জিতে তাহেরপুর নিজেদের দখলে রাখল বামেরা (Left Front Win Taherpur Municipality) ৷ এখানে শাসকদল 5টি ওয়ার্ডে জিতেছে ৷ প্রসঙ্গত, রাজ্যের বিরোধী দল হিসেবে বিজেপি নিজেদের কোনও ছাপই রাখতে পারেনি এই পৌরসভায় ৷

2015’র পৌরসভায় এই তাহেরপুর পৌরসভা বামেদের দখলেই ছিল ৷ কিন্তু অভিযোগ ছিল, বাম পরিচালিত বোর্ড হওয়ায় সরকারি সুযোগ-সুবিধা থেকে বারবার বঞ্চিত হয়েছেন তাহেরপুরের বাসিন্দারা ৷ কিন্তু, তা সত্ত্বেও বামেদের উপরে আস্থা রেখেছেন তাহেরপুরের নাগরিকরা ৷ তাহেরপুর পৌরসভার 13টি ওয়ার্ডের মধ্যে 8টি বামেরা জিতেছে ৷ তৃণমূল জিতেছে 5টি আসনে ৷

সবুজ ঝড়ের মাঝেও তাহেরপুরের লালদূর্গ সামলাতে সফল বামেরা

আরও পড়ুন : Bengal Civic Polls Result 2022 : পুরুলিয়ায় 2টি পৌরসভায় জয় তৃণমূলের, একটি ত্রিশঙ্কু

জয়ী বাম কাউন্সিলররা বলেন, প্রাপ্য অধিকার তাহেরপুর পৌরসভাকে দেয়নি রাজ্য সরকার ৷ এই পৌরসভা ছিনিয়ে নিতে কাউন্সিলর এবং কর্মী সমর্থকদের উপর অত্যাচার চালানো হয়েছে বলে অভিযোগ করেছে বামেরা ৷ যা সাধারণ মানুষ মেনে নেয়নি বলে দাবি বামেদের ৷ তাই শান্তি এবং উন্নয়নের পক্ষে মানুষ রায় দিয়েছে বলে জয়ের পর জানিয়েছেন, তাহেরপুরের নবনির্বাচিত বাম কাউন্সিলররা ৷

Last Updated :Mar 2, 2022, 5:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.