ETV Bharat / state

পরিবারের অনুমতি ছাড়াই নির্বীজ করণ, অভিযোগ অস্বীকার স্বাস্থ্য কেন্দ্রের

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 1, 2023, 11:00 PM IST

NSV- No Scalpel Vasectomy: পরিবারের অনুমতি ছাড়াই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নির্বীজ করণের অভিযোগ আশা কর্মীর বিরুদ্ধে ৷ নদিয়ার শান্তিপুর ব্লকের চাঁদড়া এলাকার ঘটনা।

Etv Bharat
প্রতীকী ছবি

নদিয়া, 1 ডিসেম্বর: পরিবারের অনুমতি ছাড়াই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে এনএসভি অপারেশন অর্থাৎ নির্বীজকরণের অভিযোগ উঠল 2 আশা কর্মীর বিরুদ্ধে। যদিও পরিবারের তোলা অভিযোগ অস্বীকার করেন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য আধিকারিক। এই ঘটনাই প্রশাসনের দ্বারস্থ হয়েছে অভিযোগকারীর পরিবার। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর ব্লকের চাঁদড়া এলাকায়।

অভিযোগ, 55 বছর বয়সের ওই ব্যক্তি কর্মসূত্রে বাইরে থাকতেন ৷ তিনি অতিমারির জন্য করোনা ভ্যাকসিন নিলেও এদিন এলাকার স্বাস্থ্যকর্মীরা করোনা ভ্যাকসিনের ডোজ নিতে হবে বলেন ৷ এরপর দুই আশা কর্মী ওই ব্যক্তিকে নিয়ে যান ফুলিয়ার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ৷ আচমকাই, ওই ব্যক্তির অনুমতি ছাড়াই এনএসভি অপারেশন করা হয় বলে অভিযোগ ৷ শুধু তাই নয়, ওই ব্যক্তিকে অপারেশনের পর বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে রাস্তাতেই ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ ৷

তবে শরীরের অর্ধাংশ অসাড় থাকার কারণে তার সঙ্গে কী ঘটনা ঘটেছে তা বুঝতে পারেননি অভিযোগকারী ব্যক্তি ৷ বাড়িতে যাওয়ার পরে তাঁর গোপনাঙ্গ দিয়ে রক্তপাত হতে শুরু করে ৷ এরপরেই পরিবারের সন্দেহ হওয়াতে প্রকাশ্যে বাইরে বেরিয়ে আসে ঘটনা। সঙ্গে সঙ্গেই পরিবারের লোকজন ওই ব্যক্তিকে নিয়ে যান কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে ৷

সেখানে চিকিৎসাধীন থাকার পর পুনরায় তিনি বাড়িতে ফিরে আসেন। পরিবারের অভিযোগ, তাঁদের অনুমতি ছাড়া কীভাবে এই ধরনের অপারেশন করা যায়। যদিও এই ঘটনার পেছনে আর্থিক চক্রান্ত রয়েছে বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা। অন্যদিকে, অভিযুক্ত 2 আশা কর্মী বাড়ি ছেড়ে পলাতক বলে জানা গিয়েছে।

তবে এই ঘটনায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য আধিকারিক ডক্টর পূজা মৈত্রকে প্রশ্ন করলে তিনি ফোনে জানান, পরিবার সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করেছে ৷ কারণ ওই ব্যক্তি নিজেই সমস্ত কাগজপত্রে সই করেন ৷ তারপর তাঁর এনএসভি অপারেশন করা হয়। পরিবার না জেনেই স্বাস্থ্য কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলেছে।

আরও পড়ুন:

1. ক্রিক রো লেনে আচমকা কালো ধোঁয়া, বাড়ির দরজা ভাঙতেই মিলল মহিলার অগ্নিদগ্ধ দেহ

2. দেড় বিঘা জমির দখল ঘিরে কাকাকে খুন তৃণমূলের পঞ্চায়েত সদস্যের !

3. শখ পূরণে নাজেহাল, প্রেমিকাকে গুলি করে গ্রেফতার তৃণমূল কর্মী !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.