Mehedi goes Viral: মেহেদির গলায় পশু-পাখির ডাক, ভাইরাল ভিডিয়ো

author img

By

Published : Mar 6, 2023, 9:36 PM IST

Updated : Mar 6, 2023, 9:42 PM IST

Viral Video

সপ্তম শ্রেণির ছাত্র মেহেদি হাসান (Viral Video on Social Media) ৷ বয়স কম হলে কী হবে, প্রতিভার জেরে সোশাল মিডিয়ায় ভাইরাল সে ৷ হুবহু নকল করতে পারে কোকিল ও কুকুর ছানার আওয়াজ ৷

সোশাল মিডিয়ায় ভাইরাল মেহেদির ভিডিয়ো

মুর্শিদাবাদ, 6 মার্চ: সপ্তম শ্রেণির পড়ুয়া মেহেদি হাসান (a student of a class seven viral in social media in Murshidabad)৷ বয়সে ছোট হলে কী হবে, প্রতিভার জেরে হরবোলা মেহেদি জায়গা করে নিয়েছে মানুষের মনে ৷ চোখ বুজে শুনলে বোঝার জো নেই সত্যি কোকিল ডাকছে, না মানুষ নকল করছে আওয়াজ ৷ অনায়াসেই কোকিল থেকে শুরু করে কুকুর ছানার ডাক নকল করতে মেহেদির জুরিমেলা ভার ৷ আর এই সবটাই করেছে নিজের প্রচেষ্টায় ৷

নিজের প্রতিভার মাধ্যমে হরবোলার মঞ্চ দাপিয়ে এলাকায় এখন সুপরিচিত মুর্শিদাবাদের রতনপুরের মেহেদি হাসান । খালি গলায় কোকিল, কুকুর-সহ বিভিন্ন পশু-পাখির আওয়াজ রপ্ত করেছে সপ্তম শ্রেণির এই ছাত্র । সামশেরগঞ্জ থানার রতনপুরের বাসিন্দা মেহেদি হাসানের অসাধারণ কণ্ঠ ও হরবোলার গুণে মুগ্ধ নেটদুনিয়া । দরিদ্র পরিবারের ছেলে মেহেদি হাসান । বাবা বাবলু শেখ পেশায় রাজমিস্ত্রি । মা মাসোরা বিবি পেশায় বিড়ি শ্রমিক । পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে সকলের ছোট মেহেদি হাসান । লেখাপড়ার পাশাপাশি সংসারের বোঝাও তার কাঁধে । গ্রামে দুধ বিক্রি করে বেড়ায় । অভাবের সংসারের 'নুন আনতে পান্তা ফুরোয়' অবস্থা ৷ খাবারের যোগান দিতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দুধ বিক্রি করে । তবে কথায় বলে চিরদিন কারও সমানও নাহি যায় ৷ সেটাই প্রমাণ করেছে মেহেদি ।

আরও পড়ুন: প্রজেক্ট কে ছবির সেটে ফের দুর্ঘটনা, আহত হয়ে হাসপাতালে বিগ বি

দিনকয়েক আগে একটি শপিং মলের সামনে নিজের মনে কোকিল-সহ বিভিন্ন পাখির আওয়াজ করে মেহেদি। সেই আওয়াজে মুগ্ধ হয়ে এক ইউটিউবার সেই কন্ঠ মোবাইলে ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করেন । মুহূর্তেই ভাইরাল হয়ে যায় মেহেদি হাসানের ভিডিও । বাড়তে থাকে ফলোয়ারের সংখ্যা । মেহেদি মূলত কোকিল, কুকুর, বাবুই পাখির আওয়াজ হুবহু খালি কণ্ঠে নকল করেছে । চেষ্টা চালাচ্ছে, আরও পশু-পাখির আওয়াজ নকল করতে । মেহেদি হাসানের অভিনব কণ্ঠে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা । মা মাসোরা বিবি যদিও এই বিষয়ে একেবারেই অন্ধকারে । তবে ছোট ছেলের গুণের কথা জেনেছেন বড় ছেলের থেকে ৷ তিনি বলেন, "বড় ছেলে ভিডিয়ো দেখিয়ে বলল, তোমার ছোট ছেলে কী করেছে দেখ । খুব ভালো লাগছে ।" ছোট্ট মেহেদি কথা বলতে সেভাবে পটু নয়। বলল, "নিজেই শিখেছি। আরও শিখছি। ভালো লাগে ।"

Last Updated :Mar 6, 2023, 9:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.