ETV Bharat / state

Jatrapala in Bengal: দু'বছর লকডাউনের পর ছন্দে ফিরছে যাত্রা শিল্প, খুশি শিল্পীরা

author img

By

Published : Dec 6, 2022, 10:19 PM IST

ETV Bharat
bengal jatrapala

দীর্ঘ লকডাউন পর্ব পার করে ধীরে ধীরে ছন্দে ফিরছে রাজ্যের যাত্রা শিল্প ৷ বায়না বাড়ায় খুশি যাত্রাপালা শিল্পীরাও Jatrapala is back on track after Covid pandemic) ৷

বহরমপুর, 6 ডিসেম্বর: বাংলার লোক সংস্কৃতির অন্যতম অঙ্গ যাত্রাপালা ৷ জেলায় জেলায় আজও জনপ্রিয় যাত্রা ৷ কিন্তু করোনা সংক্রমণ ও লকডাউনের কারণে বিধি-নিষেধের বেড়াজালে পড়ে গত 2 বছর চরম আর্থিক দুরাবস্থায় কেটেছে যাত্রা শিল্পীদের ৷ তবে বর্তমানে সবকিছু স্বাভাবিক হয়ে আসায় ধীরে ধীরে ছন্দে ফিরছে যাত্রা শিল্প (Jatrapala is back on track after Covid pandemic)৷ বায়না বাড়ায় খুশি শিল্পীরাও ৷ যদিও অনেকে এখনও শিল্পী ভাতার আওতায় আসতে পারেননি । তাঁরা রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন শিল্পী ভাতার জন্য ।

পরপর দু'বছর লকডাউনের পর এবার ভালো বায়না মেলায় খুশি যাত্রা শিল্পীরা । নবান্ন উৎসব উপলক্ষ্যে শীতের রাতে গ্রামে গ্রামে বসছে যাত্রাপালা গানের আসর । মুর্শিদাবাদ জেলা সামনের কয়েকমাস শখের যাত্রাপালার পাশাপাশি বেশ যাত্রা গানের প্রতিযোগিতার জন্য জমজমাট হয়ে থাকবে । পেশাদারি যাত্রা শিল্পীদের বক্তব্য, পরপর দু'বছর বায়না না মেলায় পেশায় টান পড়েছিল । সংসারে অভাব জাঁকিয়ে বসেছিল । তবে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হয়েছে (Jatrapala in Bengal) ৷

আরও পড়ুন: রেলের জায়গায় অবৈধ বসতি উচ্ছেদ অভিযান, বিক্ষোভের মুখে রেল আধিকারিকরা

একসময় গ্রামে গ্রামে শখের যাত্রার বহুল প্রচলন ছিল । মাঝে করোনার কারণে বেশ কিছুদিন যাত্রাপালায় ভাটা পড়েছিল । আবার গ্রামে গ্রামে যাত্রাপালার চল শুরু হয়েছে । এবার শীতের শুরু থেকেই দেদার বায়না মেলায় শিল্পীদের চোখে-মুখে খুশির ঝলক দেখা দিতে শুরু করেছে যাত্রা শিল্পীদের (Jatrapala in post Covid situation) । এক যাত্রাশিল্পী রুমা সরকার বলেন,"অন্য পেশায় সুযোগ না মেলায় দু'বছর আয়ার কাজ করে বহু কষ্টে সংসার চালিয়েছি । এবার ভালো টাকার মুখ দেখতে পারব আশা করছি ।"

লকডাউনের পর ছন্দে ফিরছে যাত্রা শিল্প

যাত্রাপালার সঙ্গে অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি রূপসজ্জা, যন্ত্রসঙ্গিতের সঙ্গে বহুজন জড়িত থাকেন । সহযোগী শিল্পীরা একটি সংস্থার কাছ থেকেই ডাক পান । পাঁচথুপীর এমন এক সাজঘরের সংস্থার মালিক গোলকপতি চক্রবর্তী বলেন, "দু'বছর কাউকে কাজ দিতে পারিনি । অগ্রীম হিসাবে অনেককে আর্থিক সাহায্য করেছি কিন্তু সেই সাহায্য সংসার চালানোর পক্ষে যথেষ্ট ছিলনা । এবার পুষিয়ে দিতে পারব মনে করছি ।" গ্রামে যারা শখ মেটাতে যাত্রাপালা করেন তাঁরা নিজের পকেট থেকেই খরচা মেটান । অনেকে আবার গ্রামে চাঁদা তুলেও গ্রামবাসীর মনোরঞ্জনের আয়োজন করেন । পারশালিকা যুব সমতি নাট্য সংস্থার অন্যতম সদস্য তুষার ঘোষ বলেন, "বাংলার লোক সংস্কৃতির অন্যতম অঙ্গ যাত্রা গান । আমরা চেষ্টা করছি এই ঐতিহ্য টিকিয়ে রাখার । পরের প্রজন্মরা এগিয়ে আসায় আমার বিশ্বাস গ্রাম বাংলা থেকে শখের যাত্রা হারিয়ে যাবে না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.