ETV Bharat / state

Howrah Rail Division: রেলের জায়গায় অবৈধ বসতি উচ্ছেদ অভিযান, বিক্ষোভের মুখে রেল আধিকারিকরা

author img

By

Published : Dec 6, 2022, 4:24 PM IST

আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও রেলের জায়গায় বসতি উচ্ছেদে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন রেল আধিকারিকরা (Howrah Rail Division) ৷ ঘটনাটি ঘটেছে হাওড়ার ফরসোর রোডের কাছে ডিউক রোড এলাকায় ৷

Etv Bharat
রেলের জায়গায় বসতি উচ্ছেদে গিয়ে বিক্ষোভের মুখে রেল আধিকারিকরা

হাওড়া, 6 ডিসেম্বর: রেলের জমি থেকে অস্থায়ী বসতি উচ্ছেদ করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন রেল অধিকারিকরা (Rail Officials Faced Protests While Evicting Illegal Settlements From Railway Site)৷ পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না বলে দাবি করেছে তৃণমূল ।

হাওড়ার ফরসোর রোডের কাছে ডিউক রোডে রেলের জমি দখল করে দীর্ঘদিন ধরেই অস্থায়ী বসতি স্থাপন করেছেন প্রায় কয়েকশো মানুষ । মঙ্গলবার বেলায় ওই জমি দখল মুক্ত করতে অভিযান চালায় রেল কর্তৃপক্ষ । রেলের আধিকারিকরা ওই স্থানে উপস্থিত হতেই তাঁদের সঙ্গে বচসা হয় অবৈধ দখলকারীদের । আদালতের নির্দেশনামা থাকা সত্ত্বেও অধিকারিকদের কাজে বাধা দেওয়া হয় বলে অভিযোগ । পাশাপাশি রেল অধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা ।

তাঁদের অভিযোগ, এখান থেকে উচ্ছেদ করা হলে পরিবার নিয়ে কোথায় যাবেন তাঁরা । বিক্ষোভের খবর পেয়ে হাওড়া সিটি পুলিশ এসে রেল অধিকারিকদের সুরক্ষিত অবস্থায় ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায় । রেলের এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ডিউক রোডে । পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয় ব়্যাফ-সহ বিশাল পুলিশ বাহিনী ।

আরও পড়ুন : এখন রেলের কামরায় বসেই যাত্রী ও পর্যটকরা পাবেন রেস্তরাঁর স্বাদ

এই বিষয়ে হাওড়া পৌরনিগমের ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরীর বক্তব্য, একতরফাভাবে আদালতের নির্দেশনামা নিয়ে এভাবে কাউকে উচ্ছেদ করা যাবে না । রেলের অধিকারিকদের থেকে নির্দেশনামার কপি সংগ্রহ করা হয়েছে ৷ 14 ডিসেম্বর আদালতে এই উচ্ছেদ মামলার পুনরায় শুনানির দিন ধার্য করে নতুন করে আবেদন জানানো হবে ৷ পুনর্বাসন না দিয়ে কাউকে এখান থেকে উচ্ছেদ করা যাবে না ।

রেলের জায়গায় বসতি উচ্ছেদে গিয়ে বিক্ষোভের মুখে রেল আধিকারিকরা

ঘটনা প্রসঙ্গে, এলাকার তৃণমূল নেত্রী শিল্পী মুখোপাধ্যায় জানান, এটা উত্তরপ্রদেশ নয় যে বুলডোজার চালিয়ে গরিবের ঘর ভেঙে দেওয়া হবে । উন্নয়ন হোক এটা সবাই চান । তবে সেক্ষেত্রে বসবাসকারী পরিবারদের সঠিক পুনর্বাসন দিয়েই করা সম্ভব হবে ।
যদিও এই ঘটনা নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাননি রেলের আধিকারিকরা । রেলের জায়গা দখল মুক্ত করতে আদালতের বিচারকের কাছেই আইনি সাহায্য চাইবেন বলেই সূত্রের খবর ।

আরও পড়ুন : দেশে খুব শীঘ্রই চালু হচ্ছে চালকবিহীন ট্রেন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.