ETV Bharat / state

ফ্রিফায়ার গেম নিয়ে বচসা : যুবকের হাত কাটল, পুড়ল বাড়িও

author img

By

Published : Nov 23, 2020, 10:49 PM IST

অনলাইন গেম নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয় । আগুন লাগিয়ে দেওয়া হয় একটি বাড়িতে । ভাঙচুর ও লুটপাটেরও অভিযোগ উঠেছে ।

clash over free fire online gaming
clash over free fire online gaming

রেজিনগর, 23 নভেম্বর : অনলাইন ফ্রিফায়ার গেমকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল রেজিনগর থানার ছেতিয়ানি গ্রামে । এদিন বিকেলে এই খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয় । আগুন লাগিয়ে দেওয়া হয় একটি বাড়িতে । ভাঙচুর ও লুটপাটেরও অভিযোগ উঠেছে । সংঘর্ষে হাত কাটে এক যুবকের । পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন গ্রামের মণ্ডপে চলছিল অনলাইন ফ্রিফায়ার গেম । খেলা চলাকালীন দুজনের মধ্যে বচসা বাধে । ঘটনাচক্রে পিয়ার শেখ নামে একজনের হাত কেটে দেওয়ার অভিযোগ ওঠে লালচাঁদ শেখের বিরুদ্ধে । পরে পিয়ার শেখের লোকজন লালচাঁদের বাড়িতে গিয়ে লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেয় বলে পালটা অভিযোগ । উত্তেজনা চরমে পৌঁছায় । দুই পক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি ও ভাঙচুর ।

গুরুতর আহত অবস্থায় পিয়ার শেখকে হাসপাতালে ভরতি করা হয়েছে । ঘটনাস্থানে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় রেজিনগর থানার পুলিশ । তবে এখনও ঘটনায় অভিযুক্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.