জলঙ্গিতে NRC-র প্রতিবাদীদের উপর চলল গুলি, মৃত 2

author img

By

Published : Jan 29, 2020, 1:27 PM IST

Updated : Jan 29, 2020, 5:13 PM IST

inage

আজ সকালে ভারতীয় নাগরিক মঞ্চের ব্যানারে সাহেবনগরে রাস্তা অবরোধ করে স্থানীয় বাসিন্দাদের একাংশ ৷ অভিযোগ, সেই অবরোধ কর্মসূচিতে হামলা চালায় তৃণমূল নেতা তাহিরুদ্দিন মণ্ডল ও তার দলবল ৷ তারা এলোপাথাড়ি গুলি চালায় অবরোধকারীদের উপর ৷ গুলিবিদ্ধ হন একাধিকজন ৷

জলঙ্গি, 29 জানুয়ারি : NRC-বিরোধী অবরোধকে কেন্দ্র করে রণক্ষেত্র মুর্শিদাবাদের জলঙ্গি থানার সাহেবনগর । অবরোধকারীদের উপর চলল গুলি ৷ ঘটনায় মৃত্যু হয়েছে দুইজনের ৷ জখম প্রায় 20 জন ৷ এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক ৷ অবরোধকারীদের অভিযোগ, জলঙ্গি ব্লকের তৃণমূল সভাপতি তাহিরুদ্দিন মণ্ডলের নেতৃত্বে হামলা চালায় দুষ্কৃতীরা ৷ অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷

আজ সকালে ভারতীয় নাগরিক মঞ্চের ব্যানারে সাহেবনগরে রাস্তা অবরোধ করে স্থানীয় বাসিন্দাদের একাংশ ৷ অভিযোগ, সেই অবরোধ কর্মসূচিতে হামলা চালায় তৃণমূল নেতা তাহিরুদ্দিন মণ্ডল ও তার দলবল ৷ তারা এলোপাথাড়ি গুলি চালায় অবরোধকারীদের উপর ৷ গুলিবিদ্ধ হন একাধিকজন ৷ জখমদের ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে আনারুল বিশ্বাস (62) ও মকবুল সেখ (23)-কে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷ গুরুতর জখমদের ডোমকল মহকুমা হাসপাতাল থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ পুলিশ সূত্রে খবর, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে যাদের নিয়ে যাওয়া হয়েছে তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক । গুরুতর জখমদের মধ্যে রয়েছেন তৃণমূল নেতা তাহিরুদ্দিনের ভাইও ৷ স্থানীয় বাসিন্দাদের একাংশ জানাচ্ছে, তারও গুলি লেগেছে ৷

NRC-র প্রতিবাদে পথ অবরোধকারীদের উপর হামলা

অবরোধকারীরা জানিয়েছে, তাঁরা শান্তিপূর্ণভাবে অবরোধ করছিল ৷ অভিযোগ, সেখানে তাহিরুদ্দিন ও তার দলবল আচমকা হামলা করে ৷ তাদের কাছে বন্দুক ছিল ৷ দফায় দফায় বোমাবাজিও করে ৷ পুলিশের সামনেই গোটা ঘটনা ঘটে ৷ অথচ পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি ৷ এলাকাবাসীদের অভিযোগ, মিছিলে হামলার পাশাপাশি এলাকার একাধিক বাড়িতে ভাঙচুর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷

যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ৷ দলের সভাপতি আবু তাহের খান বলেন, "আমাদের কেউ এই হামলার সঙ্গে জড়িত নয় ৷ আমাদের দলের তরফে রাজ্যজুড়ে CAA ও NRC-র বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে ৷ সাহেবনগরের লোকজন আমাদের মতোই একই ইশুতে প্রতিবাদ করছিল ৷ তাহলে আমরা কেন হামলা করতে যাব ? আমাদের নাম কেন জড়াল বুঝতে পারছি না ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ যারা দোষী তারা অবশ্যই শাস্তি পাবে ৷"

হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের...

জলঙ্গি থানার তরফে জানা গেছে, অশান্তির খবর পেয়ে সাহেবনগরে প্রচুর পুলিশ পাঠানো হয় ৷ এখনও সেখানে পুলিশ মোতায়েন রয়েছে ৷ কারা এই হামলা করে তা খতিয়ে দেখা হচ্ছে ৷

স্থানীয় সূত্রে খবর, ভারতীয় নাগরিক মঞ্চের ব্যানারে অবরোধ চললেও প্রতিবাদীরা আসলে AIMIM-র সদস্য ৷ এলাকায় AIMIM প্রভাব বিস্তারও করেছে ৷ এই বিষয়টি তৃণমূল কংগ্রেস ভালোভাবে নেয়নি ৷ সেই কারণেই এই হামলা ৷

Intro:জলঙ্গির সাহেবনগরে অবরোধকারীদের উপর হামলা। মৃত দুই। জখম প্রায় কুড়ি। Body:জলঙ্গি - NRC বিরোধী অবরোধকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল জলঙ্গি থানার সাহেবনগর। অবরোধ তুলতে তৃণমূল ব্লক সভাপতির নেতৃত্বে চলে ব্যাপক গোলাগুলি। ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। জখম প্রায় কুড়িজন। জখমদের ডোমকল মহকুমা হাসপাতালে ও মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে। এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। মৃত একজনের নাম আনারুল বিশ্বাস (৬২)। অপর একজনের নাম জানা যায়নি।
এদিন নাগরিক মঞ্চের ব্যানারে সাহেবনগরে NRC র প্রতিবাদে রাস্তা অবরোধ চলছিল। স্থানীয় তৃণমূল ব্লক সভাপতি তহিরুদ্দিন মণ্ডলের নেতৃত্বে প্রায় ৫০ জনের বাহিনী এসে অবরোধকারীদের উপর হামলা চালায়। চলে এলোপাথারি গুলি ও ব্যাপক বোমাবাজি চলে। বেশ কিছু বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলেও অভিযোগ। স্থানীয়দের দাবি পুলিশের সামনে তৃণমূল সমর্থকরা আন্দোলনকারীদের উপর হামলা চালায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়েছে। এলাকায় মোতায়েন করা হিয়েছে বিশাল পুলিশ বাহিনী।Conclusion:এলাকায় উত্তেজনা। মোতায়েন বিশাল বাহিনী।
Last Updated :Jan 29, 2020, 5:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.