ETV Bharat / state

বাংলাদেশে পাচারের আগেই 6 লাখের মাদক সহ গ্রেপ্তার 1

author img

By

Published : Feb 16, 2021, 8:17 PM IST

1-arrested-with-drugs-before-trafficking-in-bangladesh
1-arrested-with-drugs-before-trafficking-in-bangladesh

বাজেয়াপ্ত করা হয়েছে 2399 বোতল ফেন্সিডিল ও 3.8 কেজি গাঁজা ।

সাগরপাড়া, 16 ফেব্রুয়ারি : বাংলাদেশে পাচারের আগে 6 লাখ টাকার মাদক সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করল বিএসএফ-এর 117 নম্বর ব্যাটালিয়ন । ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের বামনাবাদ বিওপি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ওই পাচারকারীকে । ধৃতের নাম আকবর শেখ (28) । বাড়ি সাগরপাড়া থানার টিকটিকিপাড়া । বিএসএফ-এর তাড়া খেয়ে সীমান্ত পেড়িয়ে গা ঢাকা দেয় আরও 8 জন পাচারকারী ।

ভারত-বাংলাদেশ সীমান্তের মুর্শিদাবাদে ফের সক্রিয় হয়ে উঠেছে পাচারকারীরা । এদিন বামনানাদ এলাকায় পাচারের চেষ্টা চালাচ্ছিল একদল পাচারকারী । সীমান্ত এলাকায় পাচারকারীদের গতিবিধি লক্ষ্য করে ধাওয়া করে বিএসএফ জওয়ানরা । তাতেই সীমান্ত লাগোয়া এলাকায় ফেন্সিডিল বোঝাই বস্তা ফেলে চম্পট দেয় 8 জন । এদেরই সঙ্গী আকবর শেখকে ধরে ফেলে বিএসএফ জওয়ানরা । ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করা হয়েছে 2399 বোতল ফেন্সিডিল ও 3.8 কেজি গাঁজা । বাজেয়াপ্ত মাদকের মূল্য 5 লাখ 99 হাজার টাকা বলে বিএসএফ সূত্রে জানানো হয়েছে ।

আরও খবর : 32 কেজি গাঁজা সহ পুলিশের জালে 5 মাদক পাচারকারী

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিএসএফ জানতে পেরেছে, রাজশাহী জেলার মাদক মাফিয়া হিটলার শেখের কাছে মাদক পৌঁছে দিতে পাচারকারী দলটি চেষ্টা চালাচ্ছিল । কিন্তু সীমান্ত পার হওয়ার আগেই বিএসএফের হাতে একজন ধরা পড়ে যায় । আগামীকাল ধৃতকে আদালতে তোলা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.