Baby born in Malda Station : পাশে মেরি সহেলি; ট্রেনে সন্তানের জন্ম দিলেন মহিলা

author img

By

Published : Sep 9, 2021, 9:45 AM IST

মালদা টাউন স্টেশনে জন্ম নিল শিশু

গুয়াহাটি-ব্যাঙ্গালোর স্পেশ্যাল ট্রেনে অসম থেকে ব্যাঙ্গালোর যাচ্ছিলেন জামিলা খাতুন, সঙ্গে ছিলেন স্বামী নাসিরুদ্দিন ৷ মালদা স্টেশনে পৌঁছানোর আগে প্রসব যন্ত্রণা ওঠে মহিলার ৷ খবর যায় রেলের কাছে ৷ মালদা স্টেশনে ট্রেনের কামরায় সন্তানের জন্ম দেন জামিলা, পাশে ছিলেন রেলের মেরি সহেলির সদস্যরা ৷

মালদা, 9 সেপ্টেম্বর : ট্রেনের কামরায় জন্ম নিল শিশু ৷ মালদা টাউন স্টেশনে ট্রেন পৌঁছাতেই কামরায় অস্থায়ী প্রসব ঘর তৈরি করা হয় । সেখানে 'মেরি সহেলি' দলের সহায়তায় পুত্র সন্তানের জন্ম দেন ট্রেনের যাত্রী মহিলা । পরে সদ্যোজাত শিশু ও মহিলাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় । পুত্র সন্তানের জন্ম দিয়েই মেরি সহেলি টিমকে ধন্যবাদ জানালেন ওই মহিলা । মহিলার পাশে দাঁড়াতে পেরে খুশি রেলওয়ে কর্মীরাও ৷

মহিলা যাত্রীদের সুবিধের জন্য রেলওয়ের পক্ষ থেকে মেরি সহেলি প্রকল্প নেওয়া হয় । মহিলা যাত্রীরা যে কোনও সমস্যায় রেলওয়ে হেল্প-লাইন নম্বরে ফোন করে এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন । গতকাল অসমের ডালগাঁও থানার বড়াবাড়ি এলাকার বাসিন্দা নাসিরুদ্দিন আলি ও তাঁর গর্ভবতী স্ত্রী জামিলা খাতুন 02510 ডাউন গুয়াহাটি-ব্যাঙ্গালোর স্পেশ্যাল (Guwahati Bangalore) ট্রেনে অসম থেকে ব্যাঙ্গালোর যাচ্ছিলেন ।

আরও পড়ুন : Nursing Mothers : হাসপাতালে প্রসূতিদের সরকারি প্রকল্পের ফর্ম পৌঁছে দিলেন বিডিও, মহকুমাশাসক

ট্রেনটি মালদা টাউন স্টেশন পৌঁছনোর খানিক আগে হঠাৎ জামিলা খাতুনের অস্বাভাবিক প্রসব যন্ত্রণা শুরু হয় । স্বামী নাসিরুদ্দিন রেলের হেল্প-লাইন নম্বরে ফোন করে খবর দেন । বিষয়টি জানতে পেরে রেলওয়ের 'মেরি সহেলি' (Meri Saheli) টিম-সহ রেলের চিকিৎসকেরা ও নার্সরা ট্রেনের জন্য প্ল্যাটফর্মে অপেক্ষা করতে থাকেন । ট্রেন মালদা টাউন স্টেশনে (Malda Town Railway Station) পৌঁছাতেই চিকিৎসকরা জামিলা খাতুনের শারীরিক পরীক্ষা করেন । পরিস্থিতির বিচারে কামরায় অস্থায়ী প্রসব ঘর তৈরি করা হয় । সেখানে পুত্র সন্তানের জন্ম দেন তিনি ৷

মালদা টাউন স্টেশনের আরপিএফ ইন্সপেক্টর ভিবি শর্মা বলেন, "7 তারিখ সন্ধে সাতটা নাগাদ স্টেশন মাস্টারের থেকে আমরা জানতে পারি, গুয়াহাটি-ব্যাঙ্গালোর এক্সপ্রেস ট্রেনের এক মহিলা যাত্রী প্রসব যন্ত্রণা উঠেছে । সেই তথ্যের ভিত্তিতে আমরা রেলওয়ে হাসপাতালে খবর দিই । খবর পেয়ে ডাক্তার-নার্সরা স্টেশনে চলে আসেন । ট্রেন মালদা টাউন স্টেশনে পৌঁছাতেই মেরি সহেলি টিম ওই যাত্রীদের সঙ্গে যোগাযোগ করেন । ট্রেনের কামরায় উনি একটি পুত্র সন্তানের জন্ম দেন । চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টিমের সদস্যরা আরপিএফ গার্ডের মদতে রেলওয়ে অ্যাম্বুলেন্সে করে ওই মহিলা ও তাঁর শিশুকে মালদা মেডিকেলে ভর্তি করেন। বর্তমানে ওই মহিলা ও তাঁর শিশু সুস্থ রয়েছে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.