MLA Missing Diary : ইংরেজবাজার থানায় বিজেপি বিধায়কের নামে নিখোঁজ ডায়েরি তৃণমূলের

author img

By

Published : Nov 25, 2021, 7:50 PM IST

tmc youth and student members lodge mla missing diary

‘নিখোঁজ’ ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী (Sreerupa Mitra Chaudhury Missing) ! এলাকায় তাঁর দেখা না পেয়ে পুলিশের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের ছাত্র ও যুব সদস্যরা ৷ পুলিশের কাছে বিধায়ককে খুঁজে দেওয়ার আর্জি জানালেন তাঁরা ৷ এমনকী, এই দাবিকে সামনে রেখেই ইংরেজবাজার থানায় নিখোঁজ ডায়েরিও করলেন তাঁরা ৷

মালদা, 25 নভেম্বর : ‘নিখোঁজ’ ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী (Sreerupa Mitra Chaudhury Missing) ! তাঁর নাকি এলাকায় খোঁজই পাওয়া যাচ্ছে না ! এমনই অভিযোগ তুলে মানববন্ধন করে ইংরেজবাজার থানায় নিখোঁজ ডায়েরি করলেন তৃণমূল কংগ্রেসের ছাত্র ও যুব সংগঠনের সদস্যরা ৷ যার জবাবে বিজেপি জেলা সভাপতির মন্তব্য হল, ‘‘পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায় !’’

আরও পড়ুন : 2017 Malda Flood Corruption :জামিন পেয়ে মালদায় বন্যাত্রাণের অর্থ নয়ছয়ে বিডিওকেও জড়ালেন তৃণমূল সদস্য

গত বিধানসভা নির্বাচনে মালদার ইংরেজবাজার বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন শ্রীরূপা মিত্র চৌধুরী ৷ অভিযোগ, বিধানসভা নির্বাচনের পর থেকে আর এলাকায় দেখা মেলেনি শ্রীরূপার ৷ অভিযোগ, মালদা শহর সহ ইংরেজবাজারের বাসিন্দারা নানা কাজে বিধায়ককের খোঁজ করলেও কোনও তাঁর সাক্ষাৎ পাওয়া যায়নি ৷ এমনকী, তাঁর ব্যক্তিগত মোবাইলে ‘কল’ করা হলেও সাড়া মেলেনি ৷ এই পরিস্থিতিতে বিজেপি বিধায়কের ‘খোঁজে’ রাস্তায় নেমে মানব বন্ধন করলেন তৃণমূল ছাত্র-যুবর সদস্যরা ৷ পরে ইংরেজবাজার থানায় এই বিষয়ে একটি ডায়েরিও করা হয় ৷

তৃণমূল ছাত্র-যুবের পক্ষে সুতীর্থ সাহা বলেন, “আমরা ইংরেজবাজারের স্থায়ী বাসিন্দা ৷ গত বিধানসভা নির্বাচনের পর থেকে আমাদের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরির খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ তাঁর মোবাইলে কল করলে কেউ ফোন ধরছেন না ৷ তাঁর স্থায়ী ঠিকানায় অর্থাৎ বাড়িতে গেলেও কাউকে পাওয়া যায় না ৷ স্থানীয় লোকজন যখন তৃণমূলের নেতাকর্মীদের শরণাপণ্ণ হচ্ছেন, তখন আমরা অন্য বিধায়কের সাহায্যে কাজ করানোর চেষ্টা করছি ৷ কিন্তু আমাদের দুশ্চিন্তা হচ্ছে ৷ কারণ, আমাদের বিধায়কের খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ আজ সংবাদমাধ্যমেও দেখলাম, তাঁর দলের কর্মীরাই নাকি জানেন না তিনি কোথায় ! সেই কারণেই দায়িত্বশীল নাগরিক হিসাবে প্রশাসনের কাছে বিধায়কের নামে মিসিং ডায়েরি করেছি আমরা ৷’’

বিধায়কের ‘খোঁজ’ না পেয়ে পুলিশের দ্বারস্থ তৃণমূলের ছাত্র ও যুব সদস্যরা ৷

আরও পড়ুন : Malda Illegal Co-Operative Committee: বেআইনিভাবে কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটি গঠনের অভিযোগ রতুয়ার বিধায়কের বিরুদ্ধে

বিজেপির জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল এর জবাবে বলেন, “শ্রীরূপা মিত্র চৌধুরী বিজেপির বিধায়ক ৷ তিনি যদি নিখোঁজ হন, তবে তাঁর মিসিং ডায়েরি করবে বিজেপি ৷ সেই অধিকার তৃণমূলকে কে দিয়েছে ? তিনি যখন ব্যক্তিগত কাজে বাইরে যান, সেই সময় সাধারণ মানুষের প্রয়োজনে তাঁর সচিব সমস্ত কাজ সামলান ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.