ETV Bharat / state

মালদায় মোটরবাইক ও অটোর সংঘর্ষে মৃত 3

author img

By

Published : Oct 12, 2019, 6:13 AM IST

ছবি

গতকাল সন্ধ্যায় পাকুয়াহাট-বামনগোলা রাজ্যসড়ক দিয়ে যাচ্ছিল অটোটি ৷ ডাঙাপাড়া সংলগ্ন এলাকায় উলটো দিক থেকে একটি মোটরবাইক আসছিল ৷ হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইককে ধাক্কা মারে অটো ৷ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে । আহত হয়েছেন আটজন ।

মালদা, 11 অক্টোবর : মালদার পাকুয়াহাট-বামনগোলা রাজ্যসড়কে মোটর বাইক ও অটোর সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে । আহত হয়েছেন আটজন । আহতদের মধ্যে 4 জনকে বামনগোলা গ্রামীণ হাসপাতাল ও বাকি 4 জনকে মালদা মেডিকেলে ভরতি করা হয়েছে ৷ মৃত দুই ব্যক্তির নাম চরণ মণ্ডল ও তপসের মৃধা । মৃত মোটরবাইক চালকের নাম এখনও জানা যায়নি ৷ মোটরবাইক ও অটোটিকে উদ্ধার করেছে বামনগোলা থানার পুলিশ ।

গতকাল সন্ধ্যায় পাকুয়াহাট-বামনগোলা রাজ্যসড়ক দিয়ে যাচ্ছিল অটোটি ৷ ডাঙাপাড়া সংলগ্ন এলাকায় উলটো দিক থেকে একটি মোটরবাইক আসছিল ৷ হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইককে ধাক্কা মারে অটো ৷ উলটে যায় অটো ৷ যাত্রীরা সব এদিক ওদিক ছিটকে পড়ে ৷ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উলটে যায় মোটরবাইকটিও ৷ সঙ্গে সঙ্গে স্থানীয়রা এসে আহতদের বামনগোলা গ্রামীণ হাসপাতালে ভরতি করে ৷ সেখানে কর্তব্যরত চিকিৎসকরা সাতজনকে মালদা মেডিকেলে রেফার করে দেন । মালদা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মোটরবাইক চালক সহ দুই ব্যক্তির মৃত্যু হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ দুর্ঘটনাগ্রস্ত অটো ও মোটরবাইকটিকে উদ্ধার করে ৷ প্রাথমিকভাবে যানজট তৈরি হলেও পরে পুলিশি তৎপরতায় তা স্বাভাবিক হয় ৷

image
দুর্ঘটনাগ্রস্ত অটো

দুর্ঘটনায় আহত এক যুবক বুবাই মণ্ডল বলেন, "আমরা অটোতে করে ডাঙাপাড়া থেকে বাড়ি ফিরছিলাম । আমাদের সঙ্গে প্রায় ১০-১২ জন ছিল । ড্রাইভার দ্রুতগতিতে অটো চালাচ্ছিল । হঠাৎ সামনে থেকে আসা একটি মোটরবাইকের সঙ্গে সংঘর্ষ হয় । অটোতে থাকা সকলেই এদিক ওদিক ছিটকে পড়ে । দুর্ঘটনায় আমার মামা ও জেঠু মারা গেছে ।"

Intro:মালদা, ১১ অক্টোবরঃ মোটর বাইক ও অটোর মুখোমুখি সংঘর্ষে মোটরবাইক চালক সহ তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও আটজন। আহতের মধ্যে ৪ জন বামনগোলা গ্রামীণ হাসপাতাল ও ৪ জন মালদা মেডিকেলে চিকিৎসাধীন। শুক্রবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে পাকুয়াহাট-বামনগোলা রাজ্যসড়কে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোটরবাইক ও অটোটিকে উদ্ধার করে বামনগোলা থানার পুলিশ।Body:স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সন্ধেয় একটি অটো পাকুয়াহাট-বামনগোলা রাজ্যসড়ক দিয়ে দেওতলার দিকে যাচ্ছিল। ডাঙাপাড়া সংলগ্ন এলাকায় হঠাৎ একটি মোটর বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে বামনগোলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা সাতজনকে মালদা মেডিকেলে রেফার করে দেন। মালদা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মোটরবাইক চালক সহ দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত দুই ব্যক্তির নাম চরণ মণ্ডল ও তপসের মৃধা। মৃত মোটরবাইক আরোহীর নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বামনগোলা থানার পুলিশ। ঘটনাস্থলকে থেকে দুর্ঘটনাগ্রস্ত অটো ও মোটরবাইকটিকে সরিয়ে যানচলাচল স্বাভাবিক করে পুলিশ।Conclusion:দুর্ঘটনায় আহত এক যুবক বুবাই মণ্ডল জানান, “আমরা অটোতে করে ডাঙাপাড়া থেকে বাড়ি ফিরছিলাম। আমাদের সঙ্গে অটোতে প্রায় ১০-১২জন ছিল। অটোর ড্রাইভার দ্রুত গতিতে অটো চালাচ্ছিল। হঠাৎ সামনে থেকে আসা একটি মোটরবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। অটো উলটে যায়। অটোতে থাকা সকলেই এদিক ওদিক ছিটকে পড়ে। দুর্ঘটনায় আমার মামা ও জেঠু মারা গিয়েছে।”
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.