ETV Bharat / state

Tribal Protest in Malda: গরম থেকে বাঁচাতে আদিবাসী বিক্ষোভকারীদের জল-বাতাসা খাওয়াল পুলিশ

author img

By

Published : Jul 13, 2022, 3:46 PM IST

Police Distributes Water and Batasa to Tribal Protesters in Old Malda
Police Distributes Water and Batasa to Tribal Protesters in Old Malda

পুরাতন মালদায় পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ ৷ আর সেই পুলিশই বিক্ষোভকারীদের গরম থেকে বাঁচাতে জল ও বাতাসা বিতরণ করল (Police Distributes Water and Batasa to Tribal Protesters in Old Malda) ৷ মালদা থানার সামনে একাধিক দাবিদাওয়া নিয়ে বিক্ষোভ দেখাতে এসে, পুলিশের এই ভূমিকায় অবাক আদিবাসী বিক্ষোভকারীরা ৷

মালদা, 13 জুলাই: গুড়-বাতাসা আর অনুব্রত মণ্ডল । এই বাংলায় যেন সমার্থক । কিন্তু, এ বার তা খোদ পুলিশ জল ও বাতাসা বিতরণ করল পুরাতন মালদায় ৷ পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে এসে পাল্টা জল-বাতাসা পেলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন (Police Distributes Water and Batasa to Tribal Protesters in Old Malda) ৷

একাধিক দাবিতে মালদা থানায় পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে এসেছিলেন আদিবাসী সম্প্রদায়ের বাসিন্দারা ৷ চাঁদিফাটা রোদে কেউ যাতে অসুস্থ না হয়ে পড়েন, তার জন্য পুলিশকর্মীরাই বিক্ষোভকারীদের জল-বাতাসা খাওয়ালেন ৷ এমনটা যে কখনও হতে পারে, ভাবেননি বিক্ষোভকারীরা ৷ মালদা থানার পুলিশের এই ভূমিকার প্রশংসা করছেন তাঁরা ৷

নিজেদের বিভিন্ন দাবি নিয়ে মালদা থানায় বিক্ষোভ দেখায় ও ডেপুটেশন দেয় আদিবাসী সেঙ্গেল অভিযান ও ঝাড়খণ্ড দিশম পার্টি ৷ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন শতাধিক আদিবাসী মানুষ ৷ যেখানে মহিলাদের সংখ্যা ছিল অনেক ৷ মা-বাবার হাত ধরে সেখানে এসেছিল অনেক শিশু ৷ তির-ধনুক হাতে, ধামসা-মাদল বাজিয়ে মালদা থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা ৷

এই মুহূর্তে মালদায় তাপমাত্রা 36-38 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ঘোরাফেরা করছে ৷ বর্ষাকাল হলেও একফোঁটা বৃষ্টি নেই ৷ হাঁসফাঁস গরমে যে কোনও সময় অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা ছিল বিক্ষোভকারীদের ৷ সে কথা চিন্তা করে পুলিশের তরফেই তাঁদের জন্য বাতাসা ও জলের ব্যবস্থা করা হয় ৷ অনেকেই সেই জল-বাতাসা খেয়ে গরম থেকে রেহাই পাওয়ার চেষ্টা করেন ৷

আরও পড়ুন: Mahesh Rath Yatra: মাহেশে জগন্নাথদেবের পুজোয় 20 টাকার কুপন বাধ্যতামূলক ! বিক্ষোভ ভক্তদের

বিক্ষোভে অংশ নেওয়া ঝাড়খণ্ড দিশম পার্টির পুরাতন মালদা ব্লক সভাপতি সুনিরাম সোরেন বলেন, “নিজেদের নানা দাবিতে এর আগে পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে অনেক জায়গায় বিক্ষোভ দেখিয়েছি ৷ কিন্তু, আমাদের কথা কেউ ভাবেনি ৷ আজ মালদা থানার পুলিশ যেভাবে আমাদের শরীরের কথা চিন্তা করেছে, তার জন্য এই থানার সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ৷ প্রশাসনের প্রতিটি বিভাগের কর্মীরা এভাবে মানবিক হতে পারলে খুব ভালো হয় ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.